ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শিশু সন্তানকে নিয়ে

প্রকাশিত: ০৬:১৬, ১৩ ডিসেম্বর ২০১৬

শিশু সন্তানকে নিয়ে

ইরাকের মসুলে সরকারী বাহিনী ও আইএস জঙ্গীদের মধ্যে লড়াই চলছে। নগরীটির পশ্চিমে শাওয়াহ শহরের বাড়ি ছেড়ে পালানো এক নারী রবিবার তার শিশু সন্তানকে নিয়ে নিরাপদ এলাকার দিকে ছুটে চলেছেন। জাতিসংঘের হিসাবে, মসুল পুনরুদ্ধারে সরকারী বাহিনীর অভিযান শুরুর পর অন্তত ৯০ হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। -এএফপি ইইউ-আইএলও চুক্তি স্টাফ রিপোর্টার ॥ কারিগরি শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে বাংলাদেশ সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একটি প্রকল্পের মাধ্যমে কারিগরি শিক্ষার উনয়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ২০ মিলিয়ন ইউরো ব্যয় হবে। এর মধ্যে ইইউ দেবে ১৯ দশমিক ৫ মিলিয়ন ইউরো। প্রকল্পটি জানুয়ারি ২০১৭ থেকে ডিসেম্বর ২০২০ মেয়াদে বাস্তবায়িত হবে। এ প্রকল্পের আওতায় ৭৫ হাজার ৫০০ জন সরাসরি প্রশিক্ষণ লাভ করবেন। বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, ইইউর পক্ষে রাষ্ট্রদূত ও আইএলওর পক্ষে ডিরেক্টর জেনারেল চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মোঃ মুজিবুল হক ও আইএলওর ডেপুটি ডিরেক্টর গগন রাজভাণ্ডারী।
×