ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে খুন

প্রকাশিত: ০৪:২৪, ১৩ ডিসেম্বর ২০১৬

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে খুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পূর্ববিরোধের জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। নিহতের নাম শরীফুল ইসলাম পলাশ (২৫)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ছোট দেওড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। নিহতের স্ত্রী জুনি বেগম ও স্বজনরা জানান, ছোট দেওড়া এলাকার শরীফুল ইসলাম পলাশকে রবিবার রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় জহিরুল, সাঈদ, সুমন ও জীবন লস্কর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে পাশর্^বর্তী ভোড়া এলাকার মনির হোসেন ওরফে সুন্দর মনিরের বাড়ির পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এ ঘটনার পর রাত ১১টার দিকে জহিরুল মোবাইলে ফোন করে পলাশের স্ত্রী জুনি বেগম ও বড়ভাই জহিরকে জানায় দুর্বৃত্তরা আমাদের মারধর করে পলাশকে ধরে নিয়ে গেছে। খবর পেয়ে পলাশের স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ভোড়া এলাকার চকিদার বাড়ির পাশর্^বর্তী জয়দেবপুর-কলেরবাজার সড়কের পাশে পলাশকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা পলাশকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জঙ্গীরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ॥ আইজিপি নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১২ ডিসেম্বর ॥ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, ইদানীং জঙ্গীরা যে সমস্যার সৃষ্টি করেছিল তা কঠোর হস্তে দমন করা হয়েছে। আমরা জঙ্গীদের শক্তি ভেঙ্গে দিয়েছি। তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নিখোঁজ মানেই জঙ্গীতে যোগদান করা নয়। তাই নিখোঁজ হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রশিক্ষণ কর্মশালা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যেক্তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূলের তথ্যজানালা কর্মসূচী ও তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মোটরসাইকেলে বাংলাদেশ ভ্রমণ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১২ ডিসেম্বর ॥ মোটরসাইকেলে করে বাংলাদেশ ভ্রমণে বের হয়েছেন ঢাকার মিরপুরের বাসিন্দা আলমগীর হোসেন চৌধুরী ও তার স্ত্রী চৌধুরী রানী দিপালী আহমেদ। সোমবার ৩৭তম জেলা মাগুরায় আসেন তারা। ৩০ আক্টোবর ২০১৬ মুন্সীগঞ্জ থেকে তাদের ৬৪টি জেলা পরিদর্শন শুরু হয়েছিল। তারা মাগুরা এসে জেলার দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন। এরপর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
×