ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে মানববন্ধন

রোহিঙ্গাদের নিরাপদ আবাস নিশ্চিতে জাতিসংঘের জরুরী হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০৫:৫৯, ৮ ডিসেম্বর ২০১৬

রোহিঙ্গাদের নিরাপদ আবাস নিশ্চিতে জাতিসংঘের জরুরী হস্তক্ষেপ কামনা

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ রোহিঙ্গাদের নিরাপদ আবাস এবং বাংলাদেশে আশ্রয় গ্রহণকারীদের জন্যে পর্যাপ্ত ত্রাণ সহায়তার পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে শত শত মানুষ মানববন্ধন করেছে। ৬ ডিসেম্বর এ মানববন্ধনের আয়োজন করে নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি। অংশগ্রহণকারীদের মধ্যে ভিনদেশীরাও ছিলেন। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান বর্বরতায় ছবি সম্বলিত পোস্টার, ব্যানার আর প্ল্যাকার্ড হাতে লোকজন মানববন্ধনে অংশ নেন। মানুষের এ জমায়েত সর্বস্তরের কূটনীতিক ও ট্যুরিস্টদের দৃষ্টি কাড়ে। কৌতূহলী ট্যুরিস্টরা অবাক বিস্ময়ে জানতে চান যে, ‘এখনও কেন জাতিসংঘ নির্যাতনকারীদের দমনে পদক্ষেপ নেয়নি। তাহলে জাতিসংঘের কাজ কি?’ কর্মসূচীতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এ্যাডভোকেট এন মজুমদার, কমিউনিটি এ্যাক্টিভিস্ট ওসমান চৌধুরী, টিপু সুলতান, আব্দুস শহীদ, গিয়াস আহমেদ, রুহুল আমিন, লুৎফর রহমান লাতু, মফিজউদ্দিন, মহিউদ্দিন ইউসুফ, শাহ শহীদুল হক সাঈদ, ফারুক হোসেন মজুমদার, রফিকুল ইসলাম, শফিকুল আলম, আজমল হোসেন কুনু প্রমুখ। মানববন্ধন থেকে রোহিঙ্গাদের জন্যে স্থায়ী আবাস প্রতিষ্ঠা এবং দেশত্যাগীদের যথাযথ পুনর্বাসন দাবিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন স্লোগান দেয়া হয়। রোহিঙ্গাদের সঙ্গে বর্বর আচরণকারীদের মানবতাবিরোধী অপরাধী হিসেবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করার দাবিও জানানো হয়। ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী আটক স্টাফ রিপোর্টার ॥ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) মোঃ ফরিদ আহমেদকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। মিরপুরের পশ্চিম পীরেরবাগ নিজ বাসা থেকে আটক করা হয়। দুদক সুত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে মোঃ ফরিদ আহমেদকে মিরপুরের পশ্চিম পীরেরবাগ নিজ বাসা থেকে আটক করা হয়। তিনি আরও জানান, সম্পদ বিবরণীতে পঁচাত্তর লাখ আঠার হাজার তিন শ’ ঊনত্রিশ টাকার তথ্য গোপন ও এক কোটি দুই লাখ বায়ান্ন হাজার পাঁচ শ’ বায়ান্ন টাকার জ্ঞাত আয় বর্হির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগ পাওয়া যায় ফরিদ আহমেদের বিরুদ্ধে। এদিকে কমিশনের উপসহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিন রমনা মডেল থানায় ৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
×