ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রবল বৃষ্টিতে আন্দামানে আটকে ৮০০ পর্যটক

প্রকাশিত: ১৯:২১, ৭ ডিসেম্বর ২০১৬

প্রবল বৃষ্টিতে আন্দামানে আটকে ৮০০ পর্যটক

অনলাইন ডেস্ক ॥ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান৷ যার জেরে হ্যাভলক দ্বীপে আটকে পড়েছেন কম পক্ষে ৮০০ জন পর্যটক৷ আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ভারতীয় নৌসেনার সাহায্য চেয়েছে আন্দামান প্রশাসন৷ স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তার পরই হ্যাভলক দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে নৌসেনা। গত তিন দিন ধরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে আন্দামানে। দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের মাঝে তৈরি হওয়া গভীর নিম্নচাপের ফলেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে৷ আগামী ২৪ ঘণ্টা ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী নিয়ে ৪টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ হ্যাভলকের দিকে রওনা দিয়েছেl দেশ-বিদেশ থেকে বহু পর্যটক এই সময়ে আন্দামানে ছুটি কাটাতে আসেন৷ তাঁদের বেশির ভাগই সেখানে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে৷ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×