ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে উগ্রতার ভাব তৈরি হয়েছে, এটা ছোট করে দেখলে ভুল হবে ॥ সিনহা

প্রকাশিত: ০৫:৪৫, ৭ ডিসেম্বর ২০১৬

দেশে উগ্রতার ভাব তৈরি হয়েছে, এটা ছোট করে দেখলে ভুল হবে ॥ সিনহা

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘দেশে উগ্রতার ভাব তৈরি হয়েছে। এটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর নানা প্রান্তে দেখা দিয়েছে। আমরা যদি এটাকে ছোট করে দেখি তাহলে ভুল করা হবে। আমাদের স্বাধীনতা যুদ্ধে কিন্তু গুটিকয়েক লোক ছাড়া সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন। দিন যাচ্ছে আর আমরা সেই স্বাধীনতার চিন্তা-চেতনা থেকে সরে আসছি।’ বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী পরিষদের ‘বিজয়া সম্মিলন-২০১৬’ উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রীমকোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় এ সম্মিলনী অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি আরও বলেন, ‘একটা সমাজের সভ্যতার মাপকাঠি নিরূপণ করা হয় সেখানকার আইনের শাসনের মাধ্যমে। জাতি-ধর্মের পাশাপাশি মানবতা একটা দেশের জন্য বড় জিনিস।’ দেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আমি এ বিষয়ে এখন কিছু বলব না। তবে সাঁওতালদের কেন উচ্ছেদ করা হলো? প্রধান বিচারপতি বলেন, দেশে একটা উগ্রতার ভাব দেখা যাচ্ছে। এটা কিভাবে অতিক্রম করা যায় সেটা চিন্তা করতে হবে। তবে শুধু এ দেশে নয় বিশে^র বিভিন্ন দেশে এটা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা কিন্তু শুধু বাংলাদেশে না। আমরা আজকে দেখি পাকিস্তানে। সেখানে কিন্তু ধর্মান্ধতা উগ্রবাদ আমাদের থেকে বেশি। ‘আফগানিস্তানে যে সব এলাকা তালেবানদের দখলে আছে সেখানে তারা সমাজ সংস্কৃতি ধ্বংস করে। ইরাকে, সিরিয়াতে একই অবস্থা পাচ্ছি। ইসরাইলে এ অবস্থা পাচ্ছি। এটা আমার মনে হয় প্রায় সারা পৃথিবীব্যাপী। এ উগ্রতা পৃথিবীর এক প্রান্তে হলে এটা ক্রমে অন্য অঞ্চলে সংক্রমিত হয়। তাই আমাদের সজাগ থাকতে হবে এটা প্রতিহত করার জন্য।’ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘সংবিধানে মৌলিক অনুচ্ছেদ সবারই অধিকার সংরক্ষণ করা আছে। কিন্তু যারা সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে যারা অনুন্নত। কম শিক্ষিত তাদেরও স্বার্থ রক্ষিত। কিন্তু দেখা যাচ্ছে যে, যতই দিন যাচ্ছে আমরা আমাদের স্বাধীনতার চিন্তা-চেতনা থেকে সরে আসছি।’ সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রধান বিচারপতি বলেন, আমি শুধু ব্রাহ্মণবাড়িয়ায় কথা বলব না। এটা তো (ব্রাহ্মণবাড়িয়া) ধর্মের বিষয়। কিন্তু এ কয়েকটা সাঁওতাল পরিবার, এটা তো কেন ধর্মের বিষয় ছিল না। কেন আজকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হলো। প্রধান বিচারপতি আরও বলেন, আজকে যে অশান্তির বীজ বপন করছি, তা এখনই যদি দূর না করি, তাহলে এটা মাথাচাড়া দিয়ে উঠবে। এটা প্রকট আকার ধারণ করবে। আইনজীবীদের উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, আমরা আশা করব আইনজীবীরা আপনারা অগ্রসর হয়ে আসবেন, যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করছে তাদের প্রতিহত করবেন, বুঝাবেন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
×