ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নিজাম হাজারীর এমপি পদ নিয়ে বিভক্ত রায়

প্রকাশিত: ২২:৪২, ৬ ডিসেম্বর ২০১৬

নিজাম হাজারীর এমপি পদ নিয়ে বিভক্ত রায়

স্টাফ রিপোর্টার ॥ ফেনীর আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদে থাকা নিয়ে দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই বিভক্ত রায় দেন। দ্বৈত বেঞ্চের জ্যে ষ্ঠ বিচারক বিচারপতি মো. এমদাদুল হক নিজাম হাজারীর সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করলেও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের রুলটি খারিজ করে দেন। আইনজীবীরা বলছেন, নিয়ম অনুসারে বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য অন্য কোনো একক বেঞ্চকে দায়িত্ব দেবেন। আদালতে নিজাম হাজারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও সত্যরঞ্জন দত্ত। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী। এর আগে কয়েকবার রায় ঘোষণার তারিখ দিয়েও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। সবশেষ গত ১ ডিসেম্বর শুনানি শেষে এই মামলাটি রায়ের জন্য ৬ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়। ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী ২০১৪ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হন। ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের সঙ্গে যুক্ত করে তার ওই পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া রিট আবেদনটি করেন। রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট রুল জারি করেছিলেন। গত ১৯ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চে রুল শুনানি শুরু হয়। নিজামী হাজারী বর্তমানে ফেনী-২ আসনের এমপি।
×