ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ১৯:৩২, ৫ ডিসেম্বর ২০১৬

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন রিপোর্টার॥ কারখানা স্থানান্তরের প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করলে আহত হন বেশ কয়েকজন। জানা যায়, মিরপুরের সনি সিনেমা হলের পেছনে অবস্থিত ওই পোশাক কারখানা গাজীপুরে স্থানান্তর করছে কর্তৃপক্ষ। এ কারখানার শ্রমিকরা তাদের বকেয়াসহ অগ্রিম তিন মাসের বেতন-ভাতা কর্তৃপক্ষের কাছে দাবি করে আসছিল। দাবি পূরণ না করে কারখানা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করলে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। মিরপুর চিড়িয়াখানা রোডে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন।
×