ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পার্বত্য চুক্তি বাস্তবায়নে

অসহযোগ আন্দোলনে বাধা দিলে কঠোর কর্মসূচী ॥ সন্তু লারমা

প্রকাশিত: ০৬:০৪, ৩ ডিসেম্বর ২০১৬

অসহযোগ আন্দোলনে বাধা দিলে কঠোর কর্মসূচী ॥ সন্তু লারমা

স্টাফ রিপোর্টার ॥ পার্বত্য চুক্তি বাস্তবায়নের অসহযোগ আন্দোলনে বাধা দিলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ নতুন করে জেগেছে। সরকার এখনও জুম্ম জনগোষ্ঠী ঘুমিয়ে আছে মনে করলে ভুল করবে। পার্বত্য চুক্তি বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ঘোষিত অসহযোগ আন্দোলনে ১০ দফা কর্মসূচীতে সরকার যে ভাষায় বাধা দেবে, সেই ভাষায় জবাব দেয়া হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বছর উপলক্ষে রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের সদস্য দীপায়ন খীসার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা। একাত্মতা প্রকাশ করে রাখেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নূর আহমেদ বকুল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের সদস্য ব্যারিস্টার সারা হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেজবাহ কামাল ও অধ্যাপক সৌরভ শিকদার, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সিমন চিসাম, এ্যাডভোকেট প্রকাশ বিশ্বাস প্রমুখ।
×