ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ফসলি জমিতে ইটভাটা নির্মাণ বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ০১:১৬, ২ ডিসেম্বর ২০১৬

মাদারীপুরে ফসলি জমিতে ইটভাটা নির্মাণ বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ ফসলি জমি ও বসতবাড়ির পাশে নতুন ইটভাটা নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে গ্রামের শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে মাদারীপুর-শরিয়তপুর সড়কের পাশে ঘনবসতি এলাকায় ফসলি জমির মধ্যে নতুন করে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। ইটভাটার মালিক নুরু মেলকার ও বাবুল ছলাকার প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের হুমকি দেয়া হচ্ছে। অচিরেই এই অবৈধ ইটভাটা নির্মাণ বন্ধে প্রশাসনের সহযোগিতা চান এলাকাবাসী। তা না হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনুছ কাজী, জব্বার ঘরামী, এচাহাক ফকির মেম্বার, শাহ আলম চোকদার, মস্তফা সরদার, আজাদ চোকদার, হানিফ সরদার, সোহরাব চোকদার, মোবারক হাওলাদার প্রমুখ।
×