ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:২৬, ২ ডিসেম্বর ২০১৬

নতুন গবেষণা

স্বয়ংক্রিয় স্কুটার স্মার্টফোনে আসক্ত অনেকে পথ চলতে চলতে প্রায়ই দুর্ঘটনায় পড়েন। তাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই স্বয়ংচালিত স্কুটার। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষকরা এক আসনবিশিষ্ট বাহনটি তৈরি করেছেন। নিজে নিজেই নির্দিষ্ট পথ চলতে সক্ষম স্কুটারটি সর্বোচ্চ ছয় কিলোমিটার গতিতে চলতে পারে। সামনে কোন বাধা এলে নিজ থেকেই থামতে পারে। সূত্র : বিবিসি ফটো স্ক্যান বন্ধুর বাসায় নিজের পুরনো ছবি দেখে সেটি সংগ্রহের ইচ্ছে হয় অনেকের। কিন্তু ফ্রেম বা এ্যালবাম থেকে ছবি বের করে স্ক্যান করা বেশ ঝামেলার কাজই বটে। সমস্যার সমাধান দেবে ‘ফটো স্ক্যান’। গুগলের তৈরি এ্যাপটি স্মার্টফোনের ক্যামেরার সাহায্যে যে কোন ছবি স্ক্যান করে সরাসরি ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণের সুযোগ দিয়ে থাকে। প্লেস্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে এ্যাপটি।
×