ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় ইসিমোডের আন্তর্জাতিক সেমিনার ৪ ডিসেম্বর

প্রকাশিত: ০৫:৪৯, ২ ডিসেম্বর ২০১৬

ঢাকায় ইসিমোডের আন্তর্জাতিক সেমিনার ৪ ডিসেম্বর

বাংলাদেশ ইসিমোড ডে উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিহ্নিত করার লক্ষ্যে আগামী ৪ ডিসেম্বর আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ‘সমন্বিত পর্বত উন্নয়নের আন্তর্জাতিক সংস্থা’ ইসিমোড যৌথভাবে ঢাকায় হোটেল রেডিসন ব্লু গার্ডেনে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্র্র্র্যাক্টস ইনক্লুসিভ গ্রোথ এ্যান্ড এ সোসাইটি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে ইসিমোড ৮টি সদস্য রাষ্ট্র চীন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, নেপাল, ভুটান, বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, নরওয়ে, সুইডেন, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডসহ ২০টি দেশের ৪২ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। স্বাগত বক্তব্য রাখবেন ইসিমোডের মহাপরিচালক ড. ডেভিড মোলডেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমন্বিত পর্বত উন্নয়নের আন্তর্জাতিক সংস্থা-ইসিমোডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়নে চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণে এ সেমিনারে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সভাপতি ড. কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে সেশনে প্যানেলিস্ট হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান, ইসিমোডের মহাপরিচালক ড. ডেভিড মোলডেন, ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা এবং পরামর্শক কীর্তি নিশান চাকমা। সভায় মূল নিবন্ধ উপস্থাপন করবেন ইসিমোডের অর্থনীতিবিদ ড. গোলাম রসুল।-বিজ্ঞপ্তি।
×