ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আবারও সানির বোলিং এ্যাকশন নিয়ে সন্দেহ!

প্রকাশিত: ০৬:১৩, ১ ডিসেম্বর ২০১৬

আবারও সানির বোলিং এ্যাকশন নিয়ে সন্দেহ!

স্পোর্টস রিপোর্টার ॥ ‘বিপিএল শেষে আরাফাত সানির বোলিংয়ের ভিডিও পর্যবেক্ষণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’ বুধবার কথাগুলো বলেছেন, বিপিএল টেকনিক্যাল কমিটি ও বোলিং রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার কথাতেই স্পষ্ট, আবারও রংপুর রাইডার্সের সানির বোলিং এ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আর সেই সন্দেহের কথা আম্পায়াররাই বিপিএল গবর্নিং কাউন্সিলের কছে লিখিত জানিয়েছেন। গত ২৮ নবেম্বর রাজশাহী কিংস ও রংপুর রাইডার্সের ম্যাচে আম্পায়ারদের চোখে সানির অবৈধ বোলিং এ্যাকশনের বিষয়টি ধরা পড়ে। ম্যাচটিতে স্পিনার সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ওই ম্যাচের ১৯তম ওভারে সানির করা প্রথম বলটিই সন্দেহের চোখে দেখা হচ্ছে। আম্পায়াররা ওই বলটিকে সন্দেহজনক বলে মনে করেছেন। আর তাই লিখিত অভিযোগও দিয়েছেন। সেই ম্যাচটিতে রংপুর না জিতলেও সানি ৩ উইকেট নেন। বিপিএল গবর্নিং কাউন্সিলের কাছে রিপোর্ট করেছেন আম্পায়াররা। এরআগেও সানির বোলিং এ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। তার বোলিংয়ে সমস্যাও ধরা পড়েছিল। এবার ফের বিপিএলে সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। তবে আপাতত বিপিএল খেলতে পারবেন সানি। বিপিএল খেলা থেকে তাকে বিরত রাখা হচ্ছে না। বিপিএল শেষ হলে পরে তার বোলিং এ্যাকশন নিয়ে পর্যবেক্ষণ করা হবে। তখন যদি এ্যাকশনে সমস্যা ধরা পড়ে তাহলে নিষিদ্ধ হবেন সানি। বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচে তাই রংপুর রাইডার্সের হয়ে খেলেছেনও তিনি। তবে ১ ওভারে ১০ রান দেয়ার পর আর বল হাতে নেননি। চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং এ্যাকশনের জন্য নিষিদ্ধ হন সানি। চেন্নাইয়ে পরীক্ষাগারে পরীক্ষা দিয়েও কাজ হয়নি। এরপর কয়েক মাস বোলিং এ্যাকশন নিয়ে কাজ করেন। গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়াতে পরীক্ষা দেন। শেষ পর্যন্ত নিজেকে নির্দোষও প্রমাণ করেন। জাতীয় লীগে সফলভাবে বোলিংও করেন। বিপিএলেও দারুণ সাফল্য পাচ্ছিলেন। ১১ উইকেটও নিয়েছেন। ১০ নবেম্বর খুলনা টাইটান্সের বিপক্ষে ম্যাচেতো কোন রান না দিয়েই ৩ উইকেট নেন। এ্যাকশন বদলে এভাবে সফল হবেন, তিনি নিজেও ভাবতে পারেননি। গত কিছুদিন আগে সাংবাদিকদের এমনটিই জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই চমক কেন মিলছে, তা যেন ধরা পড়ে গেল। আম্পায়াররা তার বোলিং এ্যাকশনে সন্দেহ প্রকাশ করলেন।
×