ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনসংযোগ সমিতির জরুরী সভা শনিবার

প্রকাশিত: ০৪:২৭, ১ ডিসেম্বর ২০১৬

জনসংযোগ সমিতির জরুরী সভা শনিবার

বাংলাদেশ জনসংযোগ সমিতির বিশেষ জরুরী সভা সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহসভাপতি রওশন এ রহমান। সভায় বাংলাদেশ জনসংযোগ সমিতির কার্যক্রমে স্থবিরতা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। বহুদিনের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠা সংগঠনটির দৃশ্যমান কোন কার্যক্রম পরিলক্ষিত না হওয়ায় চরম হতাশা ব্যক্ত করেন। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ৩ ডিসেম্বর, বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে নির্বাহী কমিটির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হবে। সমিতির গঠনতন্ত্র মোতাবেক স্বল্পতম সময়ের মধ্যে অতিরিক্ত সাধারণ সভা আহ্বানের মাধ্যমে সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ব্যবস্থাও নেয়া হবে। -বিজ্ঞপ্তি সিএমপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পুলিশ মানুষের বন্ধু আর মানুষ পুলিশের বন্ধু হয়ে কাজ করছে। জনবল সঙ্কট থাকলেও মানুষের সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব। কমিউনিটি পুলিশিং চালু করে সিএমপিতে জনগণের সেবায় এগিয়ে এসেছে পুলিশ। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার মোঃ ইকবাল বাহার। রাতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআইজি সফিকুল ইসলাম, সাবেক আইজিপি নুরুল হুদা, সাবেক কমিশনার ওসমান আলী প্রমুখ। পাখি পালন সামগ্রী বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ নবেম্বর ॥ বুধবার বেলা ১১টায় জাকস ফাউন্ডেশপনর ধামইরহাট শাখা কার্যালয়ে নারীদের মাঝে বিনামূল্যে পাখি পালন সামগ্রী বিতরণ করা হয়। ২৫ জন পিছিয়ে পড়া নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ দিনব্যাপী কোয়েল পালন বিষয়ে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে কোয়েল পাখি, খাঁচা ও পাখির খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার উপনির্বাহী পরিচালক আবুল বাশার। এছাড়া বক্তব্য রাখেন সংস্থার উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন আফতাব আলী, আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল প্রমুখ। বাল্যবিয়ে রোধে গোলটেবিল স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বুধবার সকালে বাল্যবিবাহ প্রতিরোধে জেলার বাবুগঞ্জ উপজেলায় গোলটেবিল বৈঠকে সমস্যা চিহ্নিত ও সমাধানের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ উদ্যোগে দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ইউএনও দীপক কুমার রায়। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, থানার ওসি আবদুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, দি হাঙ্গার প্রজেক্টের মেহের আফরোজ মিতা, বিআরডিবির চেয়ারম্যান খালেদা ওহাব, সাংবাদিক আরিফ আহমেদ মুন্না প্রমুখ।
×