ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে মায়ের ওপর নির্যাতন

প্রকাশিত: ০৩:৫৬, ২৮ নভেম্বর ২০১৬

ফরিদপুরে মায়ের  ওপর নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ নবেম্বর ॥ মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কারণ্যপুর গ্রামের রাশিদা বেগম নিজ সন্তান অহিদুজ্জামান মিয়া নান্নুর হাতে নির্যাতনের শিকার হচ্ছেন দাবি করে ন্যায় বিচারের দাবিতে পুলিশের দারস্ত হয়েছেন। ইতোপূর্বে মধুখালী থানায় গত ২১ জুলাই এবং ৭ নবেম্বর দুটি সাধারণ ডায়রি করার পর সর্বশেষ রবিবার পুলিশ সুপারের বরাবর ন্যায় বিচারের আবেদন জানিয়ে দরখাস্ত করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, বয়সের ভারে তিনি চলাচল করতে পারেন না। ঘরের মধ্যেই মল ত্যাগসহ অন্যান্য কাজ সম্পন্ন করতে হয়। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক জমিজমা নিয়ে নান্নু দীর্ঘদিন ধরে বিবাদ করে আসছে। এ নিয়ে প্রায়শ তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এমনকি মারতে উদ্যত হয়। জমিজমা নিয়ে কথা বললে গলা টিপে হত্যা করা হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, রাতে তার প্রহরায় নিয়োজিত দুই গৃহকর্মীকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, নান্নু একটি সংবাদ সংস্থায় চাকরি করার সুবাদে তার সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষমতা ব্যবহার করে পুলিশী হয়রানি করার হুমকি দিয়ে আসছে। তিনি দাবি করেন, এক মাস পূর্বে জমিতে রোপণ ধান পেকে গেলেও নান্নুর হুমকিতে তা কাটতে পারছেন না। দরখাস্তে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানিয়েছেন, বিষয়টি পারিবারিক হওয়ায় পারিবারিকভাবে সমাধার অনুরোধ জানানো হয়েছে। অহিদুজ্জামান মিয়া নান্নু বলেন, আমার মায়ের সঙ্গে কোন বিরোধ নেই।
×