ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হ্যামিল্টন টেস্টেও বিপদে পাকিস্তান

প্রকাশিত: ০৪:০৬, ২৭ নভেম্বর ২০১৬

হ্যামিল্টন টেস্টেও বিপদে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরে মাত্র সাড়ে তিনদিনেই প্রথম টেস্ট হেরে দুই ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে পাকিস্তান। ‘হোয়াইটওয়াশ’ এড়াতে হলে দ্বিতীয় টেস্টে জিততেই হবে। সেøা ওভার রেটে পাওয়া একম্যাচের নিষেধাজ্ঞা ও শ্বশুরের মৃত্যুতে নেই নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল হক। একসঙ্গে দুই চাপ সামলাতে গিয়ে হ্যামিল্টন টেস্টের শুরুতেই মহাবিপদে পাকিস্তান। প্রথম ইনিংসে স্বাগতিক নিউজিল্যান্ডের ২৭১ রানের জবাবে দ্বিতীয়দিন শেষে ৭৬ রান তুলতেই টপঅর্ডারের ৫ উইকেট হারিয়ে ধুঁকছে আজহার আলির দল। এখনও ১৯৫ রানে পিছিয়ে সফরকারীরা। মূলত দুই কিউই পেসার টিম সাউদি ও নেইল ওয়াগনারের তা-বে দিশেহারা অতিথিরা। বাবর আজম ৩৪ ও সরফরাজ আহমেদ ৯ রান নিয়ে ব্যাট করছেন। ম্যাচে ফিরতে হলে স্বীকৃত এই দুই ব্যাটসম্যানকে আজ অসাধারণ কিছু করে দেখাতে হবে। বৃষ্টির কারণে প্রথমদিন খেলা হয়েছিল মাত্র ২১ ওভার। হ্যামিল্টনে দ্বিতীয়দিনে অবশ্য বৃষ্টি আর বাগড়া বাধায়নি। ২ উইকেটে ৭৭ রান নিয়ে দিন শুরু করা কিউইদের হয়ে এদিন সর্বোচ্চ ৫৫ রান করেন নতুন মুখ জিত রাভাল। কঠিন পরিস্থিতিতে তৃতীয় উইকেট জুটিতে রস টেইলরের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন আগের টেস্টেই অভিষিক্ত এই ব্যাটসম্যান। পাকিস্তানী পেসারদের তোপের মুখে এছাড়া আর কোন হাফ সেঞ্চুরি জুটি নেই। দুর্দান্ত বল করেছেন সোহেল খান (৪/৯৯)। প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসনসহ (১৩) চারজনকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। স্বাগতিক ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৪৯ বিজে ওয়াটলিংয়ের। চোখের অস্ত্রোপচারের (ছানিজনিত সমস্যা) অপেক্ষায় থাকা অভিজ্ঞ রস টেইলর করেছেন ৩৭ রান। শেষদিকে সাউদি ২৯, মিচেল স্যান্টনার ১৬ ও ম্যাট হেনরি ১৫ রান করলে আড়াই শ’ ছাড়িয়ে চ্যালেঞ্জিং অবস্থানে পৌঁছায় নিউজিল্যান্ড। ইমরান খান ৩ ও মোহাম্মদ আমির নিয়েছেন ২টি করে উইকেট। ওয়াহাব রিয়াজের শিকার ১। ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে মূলত কিউই পেসারদের কাছেই বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান। হ্যামিল্টনেও গল্পটা বদলায়নি। মাত্র ৭৬ রান তুলতে শীর্ষ ৫ ব্যাটসম্যানকে হারিয়েছে সফরকারীরা। ব্যতিক্রম কিছু না ঘটলে তিন শ’র নিচে স্কোর গড়ে এখনই লিড নেয়ার কথা ভাবতে পারেন উইলিয়ামসন। জবাব দিতে নেমে সাউদির তোপে এক পর্যায়ে ১২ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। নিজের প্রথম ৫ ওভারেই কিউই পেসারের বোলিং ৫-২-১০-৩। চতুর্থ উইকেটে আসাদ শফিক ও বাবর আজম ৩৯ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শফিক (২৩) ও মোহাম্মদ রিজোয়ানকে (০) ফিরিয়ে সেই প্রতিরোধ শেষ করে দেন ওয়াগনার। দিনশেষে তার বোলিং ৫-১-১৫-২। সাউদির বলে ২ রান করে আউট হয়েছেন ইউনুস খান। এ নিয়ে শেষ চার ইনিংসে দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের রান ২, ১, ২ ও ০। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৭১/১০ (৮৩.৪ ওভার; রাভাল ৫৫, লাথাম ০, উইলিয়ামসন ১৩, টেইলর ৩৭, নিকোলস ১৩, গ্র্যান্ডহোম ৩৭, ওয়াটলিং ৪৯*, স্যান্টনার ১৬, সাউদি ২৯, হেনরি ১৫, ওয়াগনার ১; আমির ২/৫৯, সোহেল ৪/৯৯, ইমরান ৩/৫২, ওয়াহাব ১/৫৭, আজহার ০/৪)। পাকিস্তান প্রথম ইনিংস ৭৬/৫ (২৯ ওভার; সামি ৫, আজহার ১, বাবর ৩৪*, ইউনুস ২, শফিক ২৩, রিজোয়ান ০, সরফরাজ ৯*; সাউদি ৩/২৬, হেনরি ০/১৩, গ্র্যান্ডহোম ০/২১, ওয়াগনার ২/১৫)। ** দ্বিতীয়দিন শেষে
×