ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু পাখি বালার চিকিৎসায় সহায়তা করুন

প্রকাশিত: ০৫:৪৮, ২৫ নভেম্বর ২০১৬

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু পাখি বালার চিকিৎসায় সহায়তা করুন

স্টাফ রিপোর্টার ॥ জন্মগত হৃদরোগে আক্রান্ত তিন বছরের শিশু পাখি বালার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টে ছিদ্র ধরা পড়েছে। মাদারীপুরের মস্তফাপুর (ছোট বাড্ডা) গ্রামের বাড়ি শিশু পাখি বালার। পিতা বৃন্দা বালা ও মা দিপালী বালা। নিত্য অভাবের ঘরে জন্ম পাখির। পিতা বৃন্দা বালা একজন দিনমজুর। স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে দিন চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নুন আনতে পান্তা ফুরায় যার সংসারে, সেখানে আবার মড়ার উপর খাঁড়ার ঘাঁ। বেঁচে থাকার প্রাণান্তকর চেষ্টার মধ্যে বৃন্দা ও দিপালীর আদরের মেয়ে পাখির বুকে বাসা বেঁধেছে জটিল রোগ। হার্টে ছিদ্র ও পায়ুপথের নার্ভ পেঁচানো অবস্থায় জন্ম নেয় পাখি। থমকে যায় পাখির বেড়ে ওঠার স্বাভাবিক গতি। অসুস্থতার কারণে ক্রমেই অবনতির দিকে ধাবিত হতে থাকে তার শারীরিক গঠন। সন্তানের এ অবস্থায় পিতা-মাতার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। ইতোমধ্যে সহায়-সম্বলসহ সামান্য ভিটে-বাড়ি বিক্রি করে পাখির চিকিৎসা করেন মা-বাবা। কিন্তু তার শরীরের কোন উন্নতি হয়নি। বরং দিন দিন অবনতির দিকে। চিকিৎসার পেছনে সহায় সম্বল ফুরিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, শিশু পাখির চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন মোবাইল ফোনে (০১৭৬৬০২৫৬৫২)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- দিপা, হিসাব নং ১০২১১০১৯৬৪, জনতা ব্যাংক, মস্তফাপুর শাখা, মাদারীপুর। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×