ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরি

আরসিবিসি ব্যাংকের সাবেক কোষাধ্যক্ষ ও ৫ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল

প্রকাশিত: ০৮:২২, ২৪ নভেম্বর ২০১৬

আরসিবিসি ব্যাংকের সাবেক কোষাধ্যক্ষ ও ৫ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের ৫ কর্মকর্তা এবং সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে দেশটির এ্যান্টি মানি লন্ডারিং সংস্থা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ পাচারের ঘটনায় সন্দেহজনক তৎপরতা ‘ইচ্ছাকৃত উপেক্ষা’ করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ফিলিপিন্সের এ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) আইন মন্ত্রণালয়ের কাছে ৯৭ পৃষ্ঠার একটি অভিযোগ দাখিল করেছে। এতে বলা হয়েছে, আরসিবিসি ব্যাংকের সাবেক কোষাধ্যক্ষ রাউল তান, রিটেইল ব্যাংকিংয়ের ৩ কর্মকর্তা এবং যে শাখা থেকে অর্থ উত্তোলন করা হয়েছিল সেই শাখার ২ কর্মী অর্থ পাচারে অভিযুক্ত। কেননা, তাদের উচিত ছিল লেনদেনের অসঙ্গতি শনাক্ত করা এবং কালবিলম্ব না করে হস্তক্ষেপ করা। হ্যাকাররা নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের এ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ৪টি ভুয়া নামের এ্যাকাউন্টে স্থানান্তর করতে সমর্থ হয়। এই অর্থের বেশিরভাগই তুলে নেয়া হয়। এ অর্থ থেকে দেড় কোটি ডলারের মতো উদ্ধার করা গেছে এবং বাংলাদেশ তা ফেরত পেয়েছে। আরও ২৭ লাখ ডলার এখনও জব্দ আছে। বাকি অর্থ বিভিন্ন হাত ঘুরে মিশে গেছে ফিলিপিন্সের ক্যাসিনো ইন্ডাস্ট্রিতে।
×