ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের সাক্ষাত

প্রকাশিত: ০৫:৫১, ২৪ নভেম্বর ২০১৬

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের সাক্ষাত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বাংলাদেশী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের বিশেষ করে তরুণ শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বৃত্তি প্রদানের জন্য অস্ট্রেলিয়ান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে তার দফতরে মঙ্গলবার তিন সদস্যের অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। মিস লিওনি মুলডুন, সিনিয়র ট্রেড এ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার ফর সাউথ এশিয়া, অস্ট্রেড, অস্ট্রেলিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মোস্তাফিজুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, অস্ট্রেলিয়ান ট্রেড কমিশন, অস্ট্রেলিয়ান হাই কমিশন, ঢাকা এবং মিনহাজ চৌধুরী, কান্ট্রি ম্যানেজার, অস্ট্রেলিয়ান ট্রেড কমিশন, অস্ট্রেলিয়ান হাইকমিশন, ঢাকা। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি এবং ইউজিসি সচিব ড. মোঃ খালেদ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি ফারইস্ট ভার্সিটিতে সেমিনার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মঙ্গলবার ‘করাপশন এ্যান্ড ডেভেলপমেন্ট : কনসেপচুয়াল রিভিউ এ্যান্ড ইসপিরিক্যাল এসেসমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ নাজমুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মূল নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সালাউদ্দিন এম. আমিনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। -বিজ্ঞপ্তি
×