ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারতে মানব পাচারের শিকার বেশিরভাগই পশ্চিমবঙ্গের নারী

প্রকাশিত: ০৫:০১, ২৪ নভেম্বর ২০১৬

ভারতে মানব পাচারের শিকার বেশিরভাগই পশ্চিমবঙ্গের নারী

ভারতে প্রতিবছর যতজন মানব পাচারের শিকার হয়, তাদের একটা বড় অংশই পশ্চিমবঙ্গের নারী অথবা নাবালিকা। পুলিশের দেয়া এক হিসাবে কলকাতার লাগোয়া দক্ষিণ ২৪ পরগণা জেলা থেকেই গত তিন বছরে হারিয়ে গেছে প্রায় ১২ হাজার লোক। ধারণা করা হয়, এদের বেশির ভাগকেই পাচার করে দেয়া হয়েছে- কাউকে দেহ ব্যবসায় নামানো হয়েছে, কাউকে ভিক্ষাবৃত্তিতে। খবর বিবিসির। দক্ষিণ ২৪ পরগণা থেকে এই ব্যাপক সংখ্যায় নারী পাচার রুখতে স্কুলছাত্রী এবং তাদের মায়েদের সচেতন করার উদ্যোগ নিয়েছে সেখানকার পুলিশ। নারী পুলিশ কর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো স্কুলে গিয়ে বোঝাচ্ছে কিভাবে সমৃদ্ধির লোভ দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করে পাচারকারীরা। সেরকমই এক সচেতনতা শিবিরে গিয়ে কথা হয় পনেরো বছর বয়সী এক কিশোরীর সঙ্গে, যাকে পাচার করে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়া হয়েছিল দিল্লীতে। ‘বছর দেড়েক আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটা ছেলে এসে আমার মুখে কিছু চেপে ধরে, তারপর আমার আর হুঁশ ছিল না। ফার্কের সঙ্গে আজ নতুন করে শান্তি চুক্তি স্বাক্ষর করছে কলম্বিয়া মার্ক্সবাদী বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে বৃহস্পতিবার নতুন করে শান্তি চুক্তি স্বাক্ষর করছে কলম্বিয়া সরকার। গত মাসে আগের শান্তি চুক্তি গণভোটে প্রত্যাখ্যান করে কলম্বিয়ার জনগণ। ফলে নতুন চুক্তি করার প্রয়োজনীয়তা দেখা দেয়। খবর বিবিসি, এএফপির। কলম্বিয়ায় ফার্কের সঙ্গে শান্তি চুক্তি প্রতিষ্ঠার প্রয়াসের স্বীকৃতস্বরূপ ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। নতুন শান্তি চুক্তি অনুমোদনের জন্য গণভোটে না দিয়ে কংগ্রেসে পেশ করা হবে। ক্ষমতাসীন সরকারের বিরোধিরা দাবি করছে, নতুন এ চুক্তি হলে তাতে মানবাধিকার হরণের জন্য বিদ্রোহীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হবে না। কলম্বিয়ায় প্রায় ৫০ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানের জন্য এ চুক্তিকে মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
×