ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী বালামুরালি কৃষ্ণ আর নেই

প্রকাশিত: ০৮:৩২, ২৩ নভেম্বর ২০১৬

ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী বালামুরালি কৃষ্ণ আর নেই

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এম. বালামুরালি কৃষ্ণ আর নেই। মঙ্গলবার চেন্নাইয়ের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। বালামুরালি কৃষ্ণ দক্ষিণ ভারতের বিভিন্ন চলচ্চিত্রের জন্য বহু গান লিখেছেন। এর অনেকগুলোই ব্যাপক জনপ্রিয়তা পায়। সুরেলা কণ্ঠের অধিকারী বালামুরালি বেহালা ও মৃদঙ্গমসহ বহু বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন। সারাবিশ্বে তিনি প্রায় ১৮ হাজার কনসার্ট করেছেন। তিনি মাতৃভাষা ছাড়াও কানাড়া, সংস্কৃত, তামিল, মালয়ালাম, হিন্দি, বাংলা ও পাঞ্জাবী ভাষায় গান গেয়েছেন। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও পদ্মশ্রী পদকে ভূষিত হন।
×