ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়াম লীগ ফুটবল ॥ শেখ জামাল ২-১ ফেনী সকার

পিছিয়ে পড়েও শেখ জামালের দারুণ জয়

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ নভেম্বর ২০১৬

পিছিয়ে পড়েও শেখ জামালের দারুণ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ পিছিয়ে পড়েও দারুণ জয় কুড়িয়ে নিয়েছে শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে মঙ্গলবারের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন জামাল ২-১ গোলে হারায় ফেনী সকার ক্লাবকে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ছিল ১-১। লীগের প্রথম লেগেও সকারকে ৩-১ গোলে পরাভূত করেছিল জামাল। নিজেদের ষোড়শ ম্যাচে এটা অষ্টম ও টানা দ্বিতীয় জয় জামালের। ২৮ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। চট্টগ্রাম আবাহনীর পয়েন্টও ২৮। তবে বেশি গোল করায় তারা আছে জামালের এক ধাপ ওপরে। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে অন্যদের চেয়ে অনেকটাই নিরাপদ দূরত্বে আছে ঢাকা আবাহনী লিমিটেড। পক্ষান্তরে সমান ম্যাচে এটা ফেনী সকারের দশম ও টানা দ্বিতীয় হার। ১০ পয়েন্ট নিয়ে আগের মতোই তলানিতে আছে তারা (১২ দলের মধ্যে দ্বাদশ)। ফলে দলটির রেলিগেশনে পড়ার ঝুঁকিটা আরও প্রকট হলো তাদের। আইনী জটিলতায় দলের আট ফুটবলার নেই। দলের রক্ষণভাগ ভঙ্গুর। মধ্যবর্তী দলবদলের সময় দল ছেড়ে চলে গেছেন নির্ভরযোগ্য ফরোয়ার্ড ওয়েডসন এ্যানসেলমে। তার সঙ্গে যোগ হয়েছে দীর্ঘদিনের সফল অভিজ্ঞ ম্যানেজার আনোয়ারুল করিমে হেলালের পদত্যাগ। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকলেও ঠিক ছন্দে ছিল না দলটি। মঙ্গলবারের খেলায় ফেনীর সঙ্গে খেলায় আগে এক গোল হজম করলে হারার আশঙ্কা তৈরি হয় দলটির সমর্থকদের। কিন্তু পরে দুই গোল দিয়ে তাদের সেই শঙ্কা দূর করে জামাল। যদিও শুরুতেই জামালকে বেশ চাপের মুখেই রাখে ফেনী সকার। ২৫ মিনিটে এগিয়ে যায় তারা। মিডফিল্ডার সাদ্দাম হোসেনের পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে ডান পায়ের প্লেসিং শটে এবারের লীগে নিজের প্রথম গোলটি আদায় করে নেন মিডফিল্ডার মাহবুবুল ইসলাম হিমু (১-০)। তার নেয়া শটটি বাতাসে হাল্কা সুইং করলে জামালের গোলরক্ষক বলের গতিপথ বুঝতে না পারায় আর আয়ত্তে নিতে পারেননি। এগিয়ে যায় ফেনী। ৪৫ মিনিটে ফেনীর বক্সে ঢুকে ডান প্রান্ত দিয়ে ক্রস করেন জামালের গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ে। সেই বলকে বাঁ পায়ের গড়ানো শটে ফেনীর গোলরক্ষক ওসমান গনিকে পরাস্ত করে জালে পাঠান নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন (১-১)। লীগে এটা এমেকার ব্যক্তিগত সপ্তম গোল। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতাতেই। ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। শরীফের থ্রোয়িংয়ের বল ধরে ল্যান্ডিং ফেনীর দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কৌনিক গোল করেন (২-১)। লীগে এটা ল্যান্ডিংয়ের পঞ্চম গোল। আপ্রাণ চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি সকার ক্লাব। শেষ পর্যন্ত এগিয়ে গিয়েও হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
×