ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিতু হত্যা ॥ অস্ত্র মামলায় চার্জ গঠন, ১৮ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ নভেম্বর ২০১৬

মিতু হত্যা ॥ অস্ত্র মামলায় চার্জ গঠন, ১৮ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে এসপিপতœী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। মহানগর দায়রা জজ মো. শাহ নূরের আদালতে মঙ্গলবার চার্জ গঠনের মধ্য দিয়ে শুরু হলো চাঞ্চল্যকর এ মামলার বিচার কাজ। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে মামলার সাক্ষ্যগ্রহণ। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চট্টগ্রাম মহানগর পিপি মোঃ ফখরুদ্দীন চৌধুরী জানান, মঙ্গলবার আদালতে এই মামলার চার্জশীট গ্রহণ করে আগামী ১৮ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ ধার্য করেছেন বিচারক। আলোচিত এই মামলার দুই আসামির নাম এহ্তেশামুল হক ভোলা ও মনির হোসেন। এদের মধ্যে মনির হোসেন রিক্সাচালক। তার ঘর থেকে উদ্ধার করা হয় মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র। এগুলো তাকে সংরক্ষণে রাখতে দিয়েছিল এহতেশামুল হক ভোলা। গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় নৃশংসভাবে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। তিনি সন্তানকে স্কুলবাসে তুলে দেয়ার জন্য বেরিয়েছিলেন। মোটর সাইকেলযোগে আসা ৩ দুর্বৃত্ত মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে।
×