ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, আজ রাতে মুখোমুখি সেভিয়া-জুভেন্টাস, মাঠে নামছে লিচেস্টার সিটি, নিজ দেশে ১০০ গোলের হাতছানি রোনাল্ডোর

নকআউট পর্ব নিশ্চিতের মিশন রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৬:২০, ২২ নভেম্বর ২০১৬

নকআউট পর্ব নিশ্চিতের মিশন রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ সবশেষ ম্যাচে পুঁচকে লেজিয়া ওয়ারশর সঙ্গে অপ্রত্যাশিত ড্র করে নকআউট পর্ব বিলম্বিত হয় রিয়াল মাদ্রিদের। সেই হতাশা ভুলে আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে মাঠে নামছে গ্যালাক্টিকোরা। ‘এফ’ গ্রুপের ম্যাচে পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সিপির বিরুদ্ধে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে আসরের বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচটি খেলতে ইতোমধ্যে পর্তুগালে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। দলের সঙ্গে আছেন সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচটিতে স্বদেশী ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবেন সি আর সেভেন। অর্থাৎ ঘরে ফিরে দেশী ক্লাবের বিরুদ্ধে লড়বেন সময়ের অন্যতম সেরা তারকা। গ্রুপের আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড খেলবে ওয়ারশর বিরুদ্ধে। আগের ম্যাচেই শেষ ষোলো নিশ্চিত করা জার্মান ক্লাবটি জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামছে। ‘জি’ গ্রুপে ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি খেলবে বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিরুদ্ধে। ম্যাচটিতে অন্তত এক পয়েন্ট পেলেই পরের পর্বে চলে যাবে ক্লাউডিও রানিয়েরির দল। ‘এইচ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্পেনের সেভিয়া ও ইতালির জুভেন্টাস। ১০ পয়েন্ট নিয়ে সেভিয়া গ্রুপের এক নম্বরে। আর ৮ পয়েন্ট নিয়ে জুভেন্টাস দুইয়ে। আগের ম্যাচে ওয়ারশর বিরুদ্ধে বড় জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল রিয়াল। কিন্তু জয় দূরে থাক, একপর্যায়ে হারের শঙ্কাই ভর করেছিল। শেষ পর্যন্ত অবশ্য হারতে হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। গ্রুপপর্বের ফিরতি ম্যাচে পোলিশ ক্লাব লেজিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে রিয়াল। এই ড্র’র কারণে ‘এফ’ গ্রুপ থেকে নকআউট পর্বে খেলার অপেক্ষা বাড়ে গ্যালাক্টিকোদের। তবে এই গ্রুপ থেকে সবার আগে শেষ ষোলোর টিকেট পেয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। তারা ১-০ গোলে হারায় পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সিপিকে। চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ডর্টমুন্ড। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আগের তিন ম্যাচেই জয় পেয়েছিল ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। তবে চতুর্থ ম্যাচে এসে জয়রথ থামে ক্লাউডিও রানিয়েরির দলের। ২ নবেম্বর ডেনিশ ক্লাব কোপেনহেগেনের সঙ্গে গোলশূন্য ড্র করে অতিথি লিচেস্টার। সবশেষ ম্যাচে বড় জয়ে নকআউট পর্বের কাছাকাছি পৌঁছে গেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। ‘এইচ’ গ্রুপের ম্যাচে সেভিয়া ৪-০ গোলে হারায় ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেবকে। গ্রুপের আরেক ম্যাচে শক্তিশালী জুভেন্টাসকে তাদেরই মাঠে ১-১ গোলে রুখে দেয় ফরাসী ক্লাব লিও। এ দু’দল আজ রাতে মুখোমুখি হচ্ছে। আর মাত্র দুটি গোল করলেই চ্যাম্পিয়ন্স লীগের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ওয়ারশর বিরুদ্ধে গোল করা তো দূরে থাক, নিষ্প্রভই হয়ে ছিলেন পর্তুগীজ তারকা। ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে জয়বঞ্চিত হয় রিয়াল। গোল পাননি সি আর সেভেনও। তবে আজ রাতে নিজ দেশে কাক্সিক্ষত মাইলফলক স্পর্শের সুযোগ পাচ্ছেন তিনি। স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাত্র দুই গোল করতে পারলেই চ্যাম্পিয়ন্স লীগের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। চ্যাম্পিয়ন্স লীগে আরও কয়েকটি গোলের রেকর্ড আছে রোনাল্ডোর। এক মৌসুমে (২০১৩-১৪) সবচেয়ে বেশি ১৭টি গোল করেছিলেন পর্তুগীজ তারকা। গত মৌসুমে গ্রুপপর্বে সবচেয়ে বেশি ১১টি গোল করার রেকর্ডও নিজের করে নিয়েছেন। রোনাল্ডোই একমাত্র খেলোয়াড়, যিনি চ্যাম্পিয়ন্স লীগের দুটি আসরে করেছেন ১৫টির বেশি গোল। চ্যাম্পিয়ন্স লীগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনাল্ডোর পরই লিওনেল মেসি। বার্সিলোনার আর্জেন্টাইন তারকা ইউরোপ সেরার লড়াইয়ে করেছেন ৯১টি গোল।
×