ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একসঙ্গে তিন কন্যাসন্তান প্রসব!

প্রকাশিত: ০৪:৩১, ২২ নভেম্বর ২০১৬

একসঙ্গে তিন কন্যাসন্তান প্রসব!

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন দুই সন্তানের জননী এক গৃহবধূ। জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামের ইসলাম সরদারের প্রসূতি স্ত্রী আসমা বেগমকে রবিবার সকালে রাজিহার মারিয়া মাদার ক্লিনিকে ডাঃ উত্তম কুমার বক্সীর তত্ত্বাবধানে ভর্তি করা হয়। ওই দিন রাতে ক্লিনিকে অপারেশনের মাধ্যমে আসমা তিনটি কন্যাসন্তানের জন্ম দেয়। এর পূর্বে আসমার এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। চিকিৎসক জানান, নবজাতক তিন শিশুই সুস্থ ও স্বাভাবিক রয়েছে। অনুদানের চেক প্রদান নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২১ নবেম্বর ॥ ক্যান্সার রোগী ইসমাইল হোসেনের কাছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রদত্ত ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল অনুদানের এ চেক রবিবার রাতে মজুপুরে অবস্থিত তার বাস ভবনে ক্যান্সারে আক্রান্ত ইসমাইল হোসেনের হাতে তুলে দেন। এ সময় আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, নজরুল ইসলাম ভুলু, এ্যাডভোকেট মোঃ সামছুদ্দিন, লোকমান হোসেন ও স্থানীয় ইউপি জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। ঘুষ না দিতে মাইকিং! নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২১ নবেম্বর ২০১৬ ॥ ভূমি অফিসে (দক্ষিণ সার্কেল) হয়রানি ও ঘুষ বন্ধে অভিনব প্রচারণা চালানো হচ্ছে। উপজেলা সহকারী কমিশনারের নির্দেশে সোমবার আগানগর, কোন্ডা, শুভাঢ্যা ও বাস্তা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। এতে বলা হয়, ‘সম্মানিত এলাকাবাসী। ভূমি সংক্রান্ত যে কোন সেবা পেতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা লেনদেন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ভূমি মালিকগণ সরাসরি সহকারী কমিশনার অফিসে এসে নামজারি ও জমা ভাগের আবেদন করার জন্য বলা হলো।
×