ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা লাঞ্ছিত ॥ জড়িতদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৩৭, ২১ নভেম্বর ২০১৬

চট্টগ্রামে আওয়ামী লীগ  নেতা লাঞ্ছিত ॥  জড়িতদের খুঁজে বের  করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে খোঁজ নিয়ে অপরাধী সবার বিরুদ্ধে আইনী ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার এ নির্দেশ দেন। নির্দেশ পেয়ে রবিবার বিকালেই ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠককালে ওবায়দুল কাদের এ বিষয় নিয়ে কথা বলেন। দলীয় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে বসেই চট্টগ্রামে মোসলেম উদ্দিন আহমেদকে টেলিফোন করে কথা বলেন। তিনি এ ঘটনার আদ্যোপান্ত মোসলেম উদ্দিনের কাছে জানতে চান। এর সঙ্গে কারা জড়িত, তাদের নাম ঠিকানা ও পদ-পদবি পাঠানোর জন্যও নির্দেশ দেন তিনি। জানা গেছে, মোসলেম উদ্দিন আহমেদ জড়িতদের নাম পাঠানোর জন্য ওবায়দুল কাদেরের কাছে একদিন সময় চান। সূত্র জানায়, এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন করে চট্টগ্রামের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। পাশাপাশি চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করতেও নির্দেশ দেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে শনিবার জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদকবিরোধী কর্মকা- ও সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ে চট্টগ্রাম বিভাগের তৃণমূলের নাগরিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন। লালদীঘি মাঠের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে মঞ্চের সামনে থাকা ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের বক্তব্য নেয় একটি বেসরকারী টেলিভিশন চ্যানেল। এরপর মোসলেম উদ্দিন নিজ থেকে টিভি ক্যামেরার সামনে এগিয়ে গেলে পেছনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা হুড়োহুড়ি শুরু করেন। এ সময় তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন। আইভী-শামীম ওসমানকে ঢাকায় তলব ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানকে আজ সোমবার ঢাকায় ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। একই সঙ্গে তলব করা হয়েছে মনোনয়ন বঞ্চিত তিন নেতা আনোয়ার হোসেন, মজিবর রহমান ও এম এ রশিদকেও। টেলিফোন করে আজ সন্ধ্যা ৭টায় এসব নেতাকে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। আগামীকাল মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারায়ণগঞ্জ নেতাদের সঙ্গে কথা বলতে পারেন বলে অপর একটি সূত্র থেকে জানা গেছে। কেন্দ্রীয় নেতারা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে জেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই আজ জেলার নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। এ নির্বাচনে যেন নৌকার প্রার্থী আইভীর পক্ষে সবাই ঝাঁপিয়ে পড়েন সেটাই দেখতে চান কেন্দ্রীয় নেতারা। এই নির্বাচন দেখভালের জন্য দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে।
×