ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন গুণী শিল্পীকে ৭০ লাখ টাকার চেক দিল শিল্পীর জন্য ফাউন্ডেশন

প্রকাশিত: ০৫:৫৭, ২০ নভেম্বর ২০১৬

তিন গুণী শিল্পীকে ৭০ লাখ টাকার চেক দিল শিল্পীর জন্য ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার ॥ একমঞ্চে দেশখ্যাত এত শিল্পী একসঙ্গে এর আগে দেখেনি কেউ। বিখ্যাত এসব শিল্পী তাদের জীবনের নানান কাহিনী নিয়ে স্মৃতিচারণ করেন। শিল্পীদের সঠিক সম্মান দেশ ও সমাজ কেউই দেন না- এমন কথা বলে কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন। এটি কোন পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল না। তারা সবাই এসেছিলেন ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’র উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের আমন্ত্রণে। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনের হলরুমে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিন শিল্পীর মাঝে ৭০ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এছাড়া ভবিষ্যতেও সকল অসহায় শিল্পীদের ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা দেয়া হবে। একই সঙ্গে সাংবাদিকদেরও ফাউন্ডেশনের পক্ষে সহায়তা দেয়া হবে বলে ঘোষণা আসে অনুষ্ঠানে। শিল্পীর পাশে ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন- সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিল্পী মস্তফা মনোয়ার, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, আবুল খায়ের লিটু, আলী যাকের, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ফেরদৌসী রহমান, সেলিনা হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে নায়করাজ রাজ্জাক, আলমগীর, শিল্পী আইয়ূব বাচ্চু, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, মাকসুদুল হক, জুয়েল আইচ, সাদী মোহাম্মদ, শিবলী মোহাম্মদ, শামীম আরা নিপা, এস আই টুটুল, শম্পা রেজা, আসিফ ইকবাল, দীপা, শারমিন শিলা, বন্যা মির্জা, আবিদা সুলতানা, গীতিকার খোরশেদ আলম, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলার দুই কৃতী শিল্পী লাকী আখন্দ ও আলাউদ্দীন আলীর জীবন কাহিনী নিয়ে দুটি বায়োপিক প্রদর্শনী তুলে ধরা হয়। এতে দেশের সকল শিল্পীর মধ্যে বন্ধন অটুট রাখতে সকল শ্রেণীর শিল্পীদের সহযোগিতা কামনা করা হয়।
×