ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের সংঘর্ষের অশঙ্কা

রায়পুরায় অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা

প্রকাশিত: ০৮:৪৫, ১৯ নভেম্বর ২০১৬

রায়পুরায় অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা

বিডিনিউজ ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার রাত আটটায় জেলা প্রশাসন এ আদেশ জারি করে। ১৪ নবেম্বর বিকেলে নীলক্ষা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থক এবং সাবেক চেয়াম্যান আবদুল হক সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়। এ সময় রায়পুরা থানার ওসি আজহারুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হন। ইউএনও মতিন বলেন, এলাকায় দুই পক্ষের উত্তেজনায় ফের সংঘর্ষের আশঙ্কায় জেলা প্রশাসক শুক্রবার রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানান তিনি। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার রায়পুরা থানায় চারটি মামলা করেছে। এতে দুই হাজার গ্রামবাসীকে আসামি করা হয়। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে।
×