ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড্রিউ হারওয়েল

টুইটার ব্যবহারকারীদের জন্য সুখবর

প্রকাশিত: ০৭:৪২, ১৯ নভেম্বর ২০১৬

টুইটার ব্যবহারকারীদের জন্য সুখবর

টুইটার যারা ব্যবহার করেন ভবিষ্যতে তাদের লাভবান হওয়ার অনেক সুযোগ আছে। নিয়মিত ব্যবহারকারীদের এমনি তিনটি মৌলিক সুযোগ হলো ভিডিও অনুষ্ঠান দেখা, কৃত্রিম বুদ্ধি আরও বেশি মাত্রায় ব্যবহার করা এবং অনলাইন কমিউনিটির পরিসর বাড়িয়ে তোলা। টুইটারের নির্বাহী কর্মকর্তারা সম্প্রতি জানিয়েছেন যে, তাদের কোম্পানি আয়ের বৃহত্তম ও সবচেয়ে বর্ধিষ্ণু খাত ভিডিও বিজ্ঞাপন থেকে অধিকতর অর্থ উপার্জনের ওপর দৃষ্টিনিবন্ধ করছে। তার অর্থ ব্যবহারকারীদের জন্য এই সোশ্যাল নেটওয়ার্কটি নিয়মিত নির্ধারিত অনুষ্ঠান এবং বড় বড় ঘটনার সঙ্গে যুক্ত অনুষ্ঠান দুটোরই পরিবেশনা আরও প্রসারিত করা। কোম্পানি তার প্লাটফর্মে ১০টি গেম সম্প্রচারের জন্য ইতোমধ্যে এনএফএলের সঙ্গে চুক্তি করেছে। সম্প্রতি প্রচারিত গেমগুলোর প্রতিটি ৩০ লাখেরও বেশি দর্শক টেনেছে। এর পরের স্থানে রয়েছে এনবিএ সম্পর্কিত কনটেন্ট। সামনের মৌসুমে দুটো স্পোর্ট টকশো প্রচারের পরিকল্পনা ঘোষণা করেছে টুইটার। খেলাধুলার অনুষ্ঠান পরিবেশনে তেমন ভাল না করলেও রাজনৈতিক অনুষ্ঠান প্রচারে ভাল করেছে টুইটার। কোম্পানিটি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীদ্বয়ের তিনটি বিতর্কের সবই সম্প্রচার করেছে। শেষ দুটি বিতর্ক প্রচার গড়ে ৩৩ লাখ দর্শক টেনেছে। দর্শকদের অধিকাংশের বয়স ছিল ৩৫ বছরের নিচে। অর্থাৎ বিজ্ঞাপনদাতাদের জন্য লোভনীয় অংশ। এ বছর টুইটার তার টাইমলাইন এলগোরিদম বদলে দিয়েছে যার ফলে ব্যবহারকারীদের কাছে যা কিছু গুরুত্বপূর্ণ মনে হয় তারা সেটা টুইট করতে পারবেন এবং দেখতেও পারবেন। তার চেয়েও বড় কথা কোম্পানি মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিকে বিভিন্ন বিজ্ঞপ্তিতে ব্যবহার করে সেগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রধান নির্বাহী জ্যাক ডরসি বলেছেন যে সবকিছুর ক্ষেত্রে প্রযুক্তিকে বিশেষত মেশিন লার্নিংকে আরও ব্যাপক পরিসরে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে টুইটার যা কিছু ঘটে চলেছে সেগুলোকে সবচেয়ে দ্রুততম উপায়ে এবং সর্বোচ্চ গুণগত মানসম্মতভাবে দেখার একটা মাধ্যম হিসেবে থেকে যেতে পারে। উল্লেখ করা যেতে পারে যে কৃত্রিম বুদ্ধি ও মেশিন লার্নিং স্টার্ট আপগুলোকে কাজে লাগাতে টুইটার কোটি কোটি ডলার ব্যয় করেছে। টুইটার ব্যবহারকারীরা টুইট করার কাজটা নিজেদের বন্ধুবান্ধব ও পরিবার-পরিজন থেকে ডোনাল্ড ট্রাম্প ও কিম কারদাশিয়ান ওয়েস্ট পর্যন্ত ১৪০ ব্যক্তির সঙ্গে করতে পারেন এবং এটাই তাদের সীমা। কোম্পানি এখন এই সীমাটি প্রসারিত করে অভিন্ন বিষয়ে আগ্রহী টুইট ব্যবহারকারীদের সংগঠিত করতে চাইছে। অনুবাদ ॥ এনামুল হক, সূত্র ॥ ওয়াশিংটন পোস্ট
×