ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নানা কর্মসূচীর মধ্য দিয়ে মওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকী পালন

প্রকাশিত: ০৮:৩৪, ১৮ নভেম্বর ২০১৬

নানা কর্মসূচীর মধ্য দিয়ে মওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকী পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। মওলানা ভাসানী দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য সারাজীবন আন্দোলন ও সংগ্রাম করেছেন। তিনি ছিলেন সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠ। বাসস জানায়, বৃহস্পতিবার টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ভাসানীর মাজারে সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও সংগঠনের পক্ষ থেকে মরহুমের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ভাসানীর পরিবারসহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম সম্পাদক নাহার আহমেদ, শাজাহান আনসারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরণ, দফতর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু প্রমুখ মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘মওলানা ভাসানীর ধর্মচিন্তা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন।
×