ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির নিন্দা

মিথ্যা জন্মদিন পালন ॥ খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৫:২৯, ১৮ নভেম্বর ২০১৬

মিথ্যা জন্মদিন পালন ॥ খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার দিনে জন্মদিন পালন বন্ধের আর্জি জানিয়ে করা মামলায় আদালতের সমনে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম বৃহস্পতিবার এ আদেশ জারি করেন। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানার আদেশ জারি হওয়ায় নিন্দা জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাপ ভাসানী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এ আদেশ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এ গ্রেফতারি পরোয়ানা ইতিহাসের কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম গত ৩০ আগস্ট এ মামলা দায়ের করেন। ওই দিনই আদালত মামলা আমলে নিয়ে খালেদা জিয়াকে ১৭ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। খালেদা জিয়া সেদিন আদালতে না যাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী। বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি করেই বিচারক গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বলে বাদীর আইনজীবী দুলাল মিত্র জানান। তিনি বলেন, আসামিকে গ্রেফতার করা গেল কি-না তা প্রতিবেদন আকারে ২ মার্চ আদালতকে জানাতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন বিচারক। মামলায় বাদী অভিযোগ করেছেন, বঙ্গবন্ধুকে হেয় করতেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া উদ্দেশ্যমূলকভাবে ১৫ আগস্ট জন্মদিন পালন করে আসছেন। মামলা দায়েরের সময় আইনজীবী দুলাল মিত্র বলেছিলেন, দ-বিধির ৪৬৯ ধারায় করা মামলার আবেদনের সঙ্গে খালেদা জিয়ার মেশিন রিডেবল পাসপোর্টের ফটোকপি, বিয়ের কাবিননামা, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মার্কশীট এবং ১৯৯১ সালের নির্বাচনের সময় দৈনিক বাংলায় প্রকাশিত খালেদা জিয়ার জীবনবৃত্তান্ত সংক্রান্ত একটি কাটিং আদালতে জমা দিয়েছেন তারা। এ মামলার আর্জিতে কয়েকজন সাংবাদিকসহ বেশ কয়েকজনকে সাক্ষী রাখা হয়েছে। উল্লেখ্য, দুই যুগ ধরে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উদযাপন হলেও তার আরও কয়েকটি জন্মদিনের হদিস পাওয়া যায়। তার জন্মসাল নিয়েও দুই রকম তথ্য পাওয়া যায়। খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালে বলে তার নতুন করা পাসপোর্টে থাকলেও বিএনপির এক নেতা গত বছর বলেছিলেন, তাদের নেত্রীর জন্ম ১৯৪৫ সালে। বাংলাপিডিয়াসহ খালেদা জিয়ার জীবনীর ওপর রচিত কয়েকটি গ্রন্থে তার জন্ম বছর ১৯৪৫ সালের ১৫ আগস্ট দেখানো হয়েছে। আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক নানা আলোচনায় ১৫ আগস্ট শোকের দিন কেক না কাটার আহ্বান জানিয়ে আসছিলেন খালেদা জিয়াকে। তবে এ বছর খালেদা জিয়া জন্মদিনে কেক কাটেননি। এ কারণে বিভিন্ন মহল থেকে তাকে ধন্যবাদও জানানো হয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানিয়ে রিজভী বলেন, যারা রাষ্ট্রক্ষমতায় আছেন, তারা নিজেদের মোগল সম্রাটের মতো ভাবেন। আমার বাবার মৃত্যুদিবসে কেন অন্যরা জন্মদিবস পালন করবে? এক ধরনের হীনতা ও প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা ও গ্রেফতারি পরোয়ানা। এ গ্রেফতারি পরোয়ানার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এ মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। রিজভী বলেন, আমরা মনে করি, খালেদা জিয়ার বিরুদ্ধে যিনি মামলা দিয়েছেন, তিনি একজন ব্যক্তি নন, একজন আওয়ামী লীগের সমর্থক নন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন তার নির্দেশে তিনি এ মামলা করেছেন। নইলে এ মামলা করার কথা নয়। এভাবে নিরন্তর মামলা-মোকদ্দমা দেয়া আর খালেদা জিয়ার বার বার আদালতে হাজিরা দেয়ার কারণে শেখ হাসিনা মনে করেছেন বিএনপি নেত্রী পর্যুদস্ত হয়ে যাবেন। আর শেখ হাসিনার সিংহাসন অব্যাহত থাকবে, নিরাপদ থাকবে। আজ সারাদেশে যুবদলের বিক্ষোভ ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে যুবদল। সারাদেশে জেলায় জেলায় ও মহানগসদরে এ বিক্ষোভ কর্মসূচী পালিত হবে। তবে ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচী পালন করবে আগামীকাল শনিবার। বৃহস্পতিবার যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যালবার্ট পি কস্তা ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এ কর্মসূচী ঘোষণা করেন বলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন আল মামুন সাংবাদিকদের জানান। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছেÑ নজরুল ॥ আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। ক্ষমতাসীনদের জনগণের প্রতি আস্থা নেই। তবে বিএনপি চায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ চালাবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনে মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম বলেন, নির্বাচনের নামে প্রহসন করে আবারও ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। নামমাত্র নির্র্বাচন কমিশন তৈরি করে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে চাইলেও জনগণ তা মানবে না। কারণ, জনগণ কোন প্রহসনের নির্বাচন চায় না।
×