ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বিরিয়ানি হাউসকে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:৩১, ১৭ নভেম্বর ২০১৬

চট্টগ্রামে বিরিয়ানি  হাউসকে ১০ লাখ  টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে চট্টগ্রামের নামী রেস্টুরেন্ট ‘জামান হোটেল এ্যান্ড বিরিয়ানি হাউসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিকে এ দ- প্রদান করা হয়। র‌্যাব সূত্রে জানানো হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালায় জামান হোটেল এ্যান্ড বিরিয়ানি হাউসে। র‌্যাবের মেজর এসএম সুদীপ্ত শাহীন, এএসপি জালাল উদ্দিন আহমেদ, বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা জিসান আহমেদ ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে তারা রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পান। সেখানে প্লাস্টিকের বস্তায় আধাসেদ্ধ মুরগির মাংস এবং একই ফ্রিজে রান্না করা মাছ, ভর্তা, পাতিল, কাঁচা মাংস, খোলা ড্রামে টক দই সংরক্ষণের চিত্র দেখতে পান। এই অনিয়ম ধরা পড়ায় প্রতিষ্ঠানটির মালিক এমদাদুল হক, ম্যানেজার মোসলেম উদ্দিন আনোয়ার, মার্কেটিং ম্যানেজার আহমেদ নবী, সুপারভাইজার আবুল কালাম এবং ক্যাশিয়ার হারুনকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
×