ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাদিজা সবাইকে চিনতে পারছে, কথাও বলছে

প্রকাশিত: ০৫:৫০, ১৭ নভেম্বর ২০১৬

খাদিজা সবাইকে চিনতে পারছে, কথাও বলছে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন সে পরিবারের স্বজনদের চিনতে পারছে। এতদিন কথা অস্পষ্ট থাকলেও এখন অনেকটা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে। কলেজে যাওয়া, পরীক্ষা দেয়া নিয়েও পরিবারের লোকদের সঙ্গে কথা বলেছে। ডাক্তাররা বলছেন, আর দুই-তিন মাস গেলে সে পুরো সুস্থ হয়ে যাবে। তবে দ্রুত সুস্থতার জন্য আগামী ২৪ নবেম্বর থেকে তাকে ফিজিওথেরাপি দেয়া হবে। খাদিজার শারীরিক অবস্থা সম্পর্কে তার বাবা মাসুক মিয়া জনকণ্ঠকে বলেন, খাদিজার বাঁ হাত ও পায়ে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। অস্ত্রোপচার সফল হওয়াতে খাদিজার শারীরিক অবস্থা বর্তমানে আগের চেয়ে অনেক ভাল। তার মাথার ডান পাশে করা অস্ত্রোপচারও সফল হয়েছে। মাসুক মিয়া বলেন, আমি তাকে ধরে ধরে এখন একটু-আধটু হাঁটানোর চেষ্টা করি। হুইল চেয়ারে বসিয়ে ঘোরাঘুরি করি। খাবার হিসেবে খাদিজাকে এখন ভাত, মাংস, মাছ, শাক-সবজি ইত্যাদি দেয়া হচ্ছে। খাদিজা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারে সে জন্য সকলের দোয়া প্রার্থনা করেন মাসুক মিয়া। স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডাঃ রেজাউস সাত্তার বললেন, ‘নার্গিস এখন অনেকটাই সুস্থ। তবে শারীরিক অবস্থার উন্নতি হলেও সে এখনও নিজে নিজে উঠে বসতে পারছে না। তাই হাত-পা পুরোপুরি সচল করতে আগামী ২৪ নবেম্বর থেকে তাকে ফিজিওথেরাপি দেয়া হবে।
×