ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আহনাফ জিতু

বিস্ময় প্রতিভা মেদভেদেভা

প্রকাশিত: ০৬:২৮, ১৬ নভেম্বর ২০১৬

বিস্ময় প্রতিভা মেদভেদেভা

মাত্র ১৬ বছর বয়স। এই বয়সেই বিশ্বজয়! হ্যাঁ, রাশিয়ার ফিগার স্কেটার ইভজেনিয়া মেদভেদেভা দেশের সীমানা ছাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। গত বছরই রাশিয়ার জাতীয় চ্যাম্পিয়নশিপ, ইউরো এবং বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। তবে এখানেই থেমে থাকতে নারাজ এই রাশিয়ান স্কেটার। পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকে আরও চমকজাগানিয়া সব কীর্তি উপহার দিতে চান ইভজেনিয়া মেদভেদেভা। শৈশব থেকেই ফিগার স্কেটিংয়ে অন্যরকম ঝোক মেদভেদেভার। তাই সেপথেই হাঁটতে থাকেন এই রাশিয়ান। ২০১২ সালে সিনিয়র পর্যায়ে অভিষেক ঘটে তার। রাশিয়ান চ্যাম্পিয়নশিপে সেবার অষ্টম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন তিনি। সে বছরই ইনজুরির কবলে পড়েন মেদভেদেভা। যে কারণে রাশিয়ার সিনিয়র লেভেলের ইভেন্টে অংশগ্রহণ করতে পারেননি তিনি। পরের বছর রাশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে অবশ্য মারিয়া সোটসকোভার পেছনে থেকে চতুর্থ হয়েছিলেন মেদভেদেভা। ২০১৩-১৪ মৌসুমে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটে তার। আইএসইউ জুনিয়র গ্রাঁ পি সিরিজ দিয়ে। লাটভিয়ার রিগাতে প্রথম স্বর্ণপদক জয়ের স্বাদ পান মেদভেদেভা। এরপর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। দুই বছর আগে সিনিয়র পর্যায়ে খেলার উপযোগী হন তিনি। স্বর্ণপদক জিতেই মিশন শুরু হয় তার। ২০১৫ অন্দ্রেজ ট্রফির পর প্রথম সিনিয়র গ্রাঁ পির শট প্রোগ্রামেও প্রথম হন তিনি। ফ্রি স্কেটে হন দ্বিতীয়। ২০১৫-১৬ মৌসুমে বার্সিলোনায় গ্রাঁ পির ফাইনালে শর্ট প্রোগ্রামে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৪.৫৪ পয়েন্ট তোলেন তিনি। ফ্রি স্কেটেও ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৭.৯৬ পয়েন্ট তোলেন মেদভেদেভা। এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং বিশ্বচ্যাম্পিয়নেও স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েন এই রাশিয়ান তরুণী। জানিয়ে রাখা ভাল যে, গ্ল্যামারাস স্পোর্টসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফিগার স্কেটিং। বিশ্বের অনেক দেশেই খেলাটি অত্যন্ত জনপ্রিয়। শুধুমাত্র বরফ শীতল আবহাওয়া আছে যেসব দেশে, সেখানেই এ ক্রীড়াটি অনুষ্ঠিত হয়ে থাকে। ১৯ দেশের অংশগ্রহণে ফ্রান্সের প্যারিসে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ফিগার স্কেটিংয়ের আসর ‘২০১৬ ট্রফি ডি ফ্রান্স।’ প্রতিযোগিতায় ৪টি ইভেন্ট আছে। এগুলো হলোÑ ম্যান, লেডিস, পেয়ারস্ ও আইস ড্যান্সিং। এই আসরটি হচ্ছে প্যারিসেই আগামী ৮-১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘আইএসইউ গ্রাঁ পি অব ফিগার স্কেটিং’-এর রিহার্সাল টুর্নামেন্ট। ট্রফি ডি ফ্রান্সে অংশ নিয়ে যেসব প্রতিযোগী প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করতে পারেন, তারাই খেলতে পারবেন আইএসইউ গ্রাঁ প্রিতে। আর তাতে পুরুষ এবং মহিলা বিভাগে প্রয়োজনীয় পয়েন্ট পেয়ে বা চ্যাম্পিয়ন হয়ে যোগ্যতা অর্জন করেছেন যথাক্রমে স্পেনের জাভিয়ের হার্নান্দেজ এবং রাশিয়ার ইভজেনিয়া মেদভেদেভাও। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন জাভিয়ের এর আগে গ্রাঁ পির আসরে দুবার রৌপ্যপদক জিতেছিলেন। ২০১৪ ও ২০১৫ সালে স্পেনের বার্সিলোনায়। ট্রফি ডি ফ্রান্স আসরে জাভিয়ের মোট ২৮৫.৩৮ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক অর্জন করেন। ২৬৯.২৬ পয়েন্ট পেয়ে রৌপ্য জেতেন কাজাখস্তানের দেনিস তেন। আর তাম্রপদক লাভ করেন যুক্তরাষ্ট্রের এ্যাডাম রিপন। তার পয়েন্ট ২৬৭.৫৩। এই তিনজনই লাভ করেন অনুষ্ঠিতব্য গ্রাঁ প্রির মূলপর্বে খেলার টিকেট। এই আসরের আগের দু’আসরেই চ্যাম্পিয়ন হয়েছিলেন জাভিয়ের। এবার তার সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি। আর এই টুর্নামেন্টে ২২১.৫৪ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক জিতেছেন রাশিয়ার তরুণ প্রতিভাবান তারকা মেদভেদেভা। ২০০.৩৫ পয়েন্ট নিয়ে রৌপ্য জিতেছেন তারই স্বদেশী মারিয়া সোতস্কোভা। ১৯৪.৪৮ পয়েন্ট নিয়ে তাম্রপদক জিতেছেন জাপানের ওয়াকাবা হিগুচি। প্রথম হয়েও নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট হতে পারছেন না রাশিয়ান তারকা। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে মেদভেদেভা বলেন, ‘এটা আমার সেরা নৈপুণ্য নয়। তাই এই পারফমেন্সের আরও উন্নতি করতে চাই।’ জাভিয়েরেও মতো মেদভেদেভাও গ্রাঁ পি আসরে স্বর্ণ জিতেছেন ২০১৫ সালে। তার সামনে শিরোপা অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জ। ষোড়শী এবং ৫ ফুট আড়াই ইঞ্চি সুদর্শনা স্কেটার মেদভেদেভা বর্তমানে মহিলাদের মধ্যে বিশ্বের এক নম্বর ফিগার স্কেটার। এখন পর্যন্ত আন্তর্জাতিক সর্বোচ্চ পর্যায়ে সাতটি পদক জিতেছেন। যার পাঁচটিই সোনা। শুধু তাই নয়, মেদভেদেভার আছে আরেক বিরল কৃতিত্বও। প্রথম মহিলা স্কেটার, যিনি ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতার পরের বছরেই স্বর্ণ জেতেন ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপেও। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ান স্কেটার।
×