ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরের শিশুটির অপারেশন রবিবার

প্রকাশিত: ০৫:২০, ১৬ নভেম্বর ২০১৬

পার্বতীপুরের শিশুটির অপারেশন রবিবার

স্টাফ রিপোর্টার ॥ সুস্থ হয়ে উঠছে পার্বতীপুরে শারীরিক-মানসিক নির্যাতনের শিকার সেই শিশুটি। এখন তাকে অপারেশন করার প্রস্তুতি চলছে। আগামী রবিবার তাকে অপারেশন করার তারিখ নির্ধারণ করা হয়েছে। শিশুটি শারীরিক ও মানসিকভাবে অনেকটাই সুস্থ। শিশুটির সর্বশেষ অবস্থা সম্পর্কে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের প্রধান সমন্বয়কারী ডাঃ বিলকিস বেগম বলেন, শিশুটির নানি ও মা সর্বক্ষণিক তার সঙ্গেই আছেন। সে আগের চেয়ে অনেক সুস্থ। সে এখন হাসে, খেলাধুলা করে, দুষ্টুমিও করে, জানতে চায় অনেক কিছু। তাকে পুতুল, রান্না করার হাঁড়ি-পাতিলসহ অনেক কিছুই কিনে দেয়া হয়েছে। মাছ দিয়ে ভাত খাওয়ার বায়না ধরে মাঝে মাঝে। তার জন্য অনেক প্রকারের মাছও কিনে রাখা হয়েছে ফ্রিজে। এখন সে আর অপরিচিত মানুষ দেখলে আঁতকে ওঠে না। শরীরের ক্ষতটা এখন আগের চেয়ে ভাল। সোমবার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে দেখে গেছেন। অপারেশনের প্রস্তুতির জন্য রক্তসহ ১৪-১৫টি পরীক্ষা দেয়া হয়েছ। পরীক্ষার রিপোর্ট ভাল হলেই আশা করছি অপারেশন করা হবে। অন্য শিশুর মতো স্বাভাবিক হয়ে বাড়ি ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেন ডা. বিলকিস। গত ১৮ অক্টোবর পার্বতীপুর উপজেলার সিঙ্গীমারী জমিরহাট গ্রামের ওই শিশু বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। পরদিন ভোরে বাড়ির পাশে একটি হলুদক্ষেত থেকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ‘অপ্রয়োজনে এ্যান্টিবায়োটিক ব্যবহারে মৃত্যুঝুঁকি বাড়ছে’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বুধবার এ্যান্টিবায়োটিক ওষুধের অপব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে এ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে এ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জেসমীন ফৌজিয়া দেওয়ান, অধ্যাপক ডাঃ মোঃ সায়েদুর রহমান প্রমুখ। -বিজ্ঞপ্তি
×