ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণমাধ্যমবিষয়ক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

প্রকাশিত: ০৬:০৩, ১৪ নভেম্বর ২০১৬

গণমাধ্যমবিষয়ক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

গণমাধ্যম সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মিডিয়া ফোরাম ঢাকায় গণমাধ্যমবিষয়ক অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। বাংলাদেশের গণমাধ্যম শিল্পের বর্তমান চালচিত্র সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য প্রথমবারের মতো এই কর্মশালার আয়োজন করা হয়। ‘প্রশিক্ষণ ও গণমাধ্যমবিষয়ক জ্ঞান বিনিময় অধিবেশন’ শীর্ষক এ কর্মশালা শনিবার গুলশানস্থ স্পেক্ট্রা কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মিডিয়া এ্যান্ড ইভেন্ট ম্যানেজার তানভির ফারুক বলেন, ফোরাম মূলত গণমাধ্যমবিষয়ক জ্ঞানভিত্তিক একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। গণমাধ্যমে কাজ করলেও এই বিষয়ে একাডেমিক জ্ঞানের সুযোগ কম থাকায় এ ধরনের কর্মশালা পেশার উৎকুষ্টতা বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। যারা প্রথম কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাননি তাদের নিয়ে শীঘ্রই ২য় কর্মশালার আয়োজন করা হবে। -বিজ্ঞপ্তি
×