ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

যৌথ আয়োজন- চিন্তার বাস্তবায়ন ঘটল স্মার্ট সিটি হ্যাকাথনে

প্রকাশিত: ০৬:০৩, ১৪ নভেম্বর ২০১৬

যৌথ আয়োজন- চিন্তার বাস্তবায়ন ঘটল স্মার্ট সিটি হ্যাকাথনে

টানা ৩৬ ঘণ্টা চলার পর নতুন সব উদ্ভাবন ও সম্ভাবনা নিয়ে গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে শেষ হলো দেশের প্রথম স্মার্ট সিটি হ্যাকাথন। প্রযুক্তি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব এবং গ্রামীণফোনের ইনোভেশন সেন্টার হোয়াইট বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত হ্যাকাথনে তরুণ উদ্ভাবকগণ ৩০টি সমস্যা সমাধান করে ঢাকাকে স্মার্ট সিটিটে পরিণত করতে দল কোডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৩৬ ঘণ্টাব্যাপী চিন্তা ও কোডিং করার পর তিনটি দল যথাক্রমে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ হিসেবে ঘোষিত হয়। দ্বিতীয় রানার আপ হয় অ্যাপ ফ্লেকস, প্রথম রানার আপ হয় স্পার্কস এবং চ্যাম্পিয়ন হয় দূরবীন। অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ইউএনডিপি’র ডিরেক্টর জন টেইলর। গ্রামীণফোনের চীফ টেকনোলজি অফিসার মেদহাত এল হোসাইনী এবং চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকার বিদ্যমান নানা সমস্যা সমাধানে হ্যাকাথনে অংশগ্রহণকারীরা নানা সমাধান নিয়ে আসে। প্রতিটি দল সফটওয়্যার কিংবা হার্ডওয়্যারের মাধ্যমে তাদের উদ্ভাবনী চিন্তার উপস্থাপন করে। দলগুলোর চিন্তার বাস্তবায়নে প্রতিটি দলেই একজন করে পরামর্শক ছিলেন। Ñবিজ্ঞপ্তি
×