ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ট্রাম্প সিরীয় বিদ্রোহীদের সহায়তা বন্ধ করতে পারেন

প্রকাশিত: ০৬:১২, ১৩ নভেম্বর ২০১৬

ট্রাম্প সিরীয় বিদ্রোহীদের  সহায়তা বন্ধ  করতে পারেন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি সিরীয় বিদ্রোহীদের সহায়তার ইতি টানতে পারেন। তিনি বলেন, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত মধ্যপন্থী গ্রুপগুলোর প্রতি সমর্থন প্রদানে আমেরিকান চেষ্টা থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। ট্রাম্প বলেন, আমাদের কোন ধারণা নেই, এরা কারা। খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক সাক্ষাতকারে ওই কথা বলেন। তিনি প্রচার অভিযানের সময় যে অবস্থান নিয়েছেন তার পুনরুল্লেখ করেন এ সাক্ষাতকারে। এ অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত হবে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে পরাজিত করার চেষ্টা চালানো এবং সিরীয়দের ও তাদের রুশ সমর্থকদের অভিন্ন ভিত্তি খুঁজে দেখা। তিনি জার্নালকে বলেন, সিরিয়ার ব্যাপারে অনেকের যে মনোভাব রয়েছে তার বিপরীত মনোভাব পোষণ করি আমি। আমার অভিমত হচ্ছে, আপনি সিরিয়ার বিরুদ্ধে লড়ছেন, সিরিয়া লড়াই করছে আইএসের বিরুদ্ধে এবং তাই আপনাকে আইএসের পক্ষ ত্যাগ করতে হবে। রাশিয়ার এখন পুরো সমর্থন রয়েছে সিরিয়ার প্রতি এবং সমর্থন রয়েছে ইরানের যে দেশটি শক্তিশালী হচ্ছে আমাদের জন্যই। তার মন্তব্যে আভাস পাওয়া যায় যে, বিরোধী গ্রুপগুলোর প্রতি জনসমর্থন ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) পরিচালিত অত্যন্ত গোপন চেষ্টা এ দুটো বিষয়ই যখন ট্রাম্প দেখাশোনা শুরু করবেন তখন হয়তো তিনি এ চেষ্টা পরিত্যাগ করবেন। কিন্তু সিরিয়ায় কার্যত একই সঙ্গে দুটি যুদ্ধ চলছে। একটি হচ্ছে, আইএসের বিরুদ্ধে যেখানে ৩০ হাজার সিরীয় কুর্দি ও সিরীয় আরব যোদ্ধার প্রতি সমর্থন যোগাচ্ছে যুক্তরাষ্ট্র। এ যোদ্ধারা গত সপ্তাহান্তে বলেছে, তারা এ লড়াইয়ে একটি নতুন দিক উন্মোচন করছে এবং আইএসের রাজধানী রাকা ঘিরে ফেলা শুরু করেছে। এ মিলিশিয়া যোদ্ধাদের সহযোগিতায় রয়েছে মার্কিন বিশেষ অভিযান বাহিনীর প্রায় ৩শ’ সেনা। দ্বিতীয় চেষ্টাটি হচ্ছে, আসাদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের সমর্থনের চেষ্টা।
×