ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক সহিংসতা শিবিরের নীলনক্সার অংশ

প্রকাশিত: ০৫:৫৪, ১৩ নভেম্বর ২০১৬

সাম্প্রদায়িক সহিংসতা শিবিরের নীলনক্সার অংশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নাসিরনগরসহ দেশের কয়েকটি স্থানে সাম্প্রদায়িক সহিংসতার জন্য বিএনপি ও জামায়াত-শিবির দায়ী বলে বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের ৪ বিশিষ্ট নাগরিক। এরা হলেন- বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, শহীদ জায়া বেগম মুশতারি শফি, অর্থনীতিবিদ ড. মঈনুল ইসলাম ও সাংবাদিক আবুল মোমেন। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে ‘জেগে উঠো বাংলাদেশ’ সংগঠনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, আগামী নির্বাচনে বর্তমান সরকারী দলের ভোট কমানোর কৌশল হিসেবে অত্যন্ত পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এ হামলা চালানো হচ্ছে। এতে লিখিত বক্তব্যে জানানো হয়, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারসহ জঙ্গীবাদী মৌলবাদীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীসহ মুক্তমনা মানুষ ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি সরকারের এই অবস্থানকে সমর্থন দিয়ে যাচ্ছে। এ অবস্থায় সাম্প্রদায়িক শক্তিগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলে পড়ছে। সংবাদ সম্মেলনে ড. অনুপম সেন বলেন, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনাবলীও মানবতাবিরোধী অপরাধ। তাই এই জাতীয় অপরাধের বিচার আমরা ট্রাইব্যুনাল গঠন করে সম্পন্ন করার দাবি জানাচ্ছি। ড. মঈনুল ইসলাম বলেন, নাসিরনগরের ঘটনা বিচ্ছিন্ন কোন কিছু নয়। এটা বিএনপি-জামায়াতের নীলনক্সার অংশ। বেগম মুশতারি শফি বলেন, স্বাধীনতার বিরুদ্ধাচরণকারী জামায়াত ঘাপটি মেরে আছে। এরা নানাভাবে বিভিন্ন কৌশলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে।
×