ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে ১০ টাকার চাল নিয়ে গণশুনানি

প্রকাশিত: ০৫:৫১, ১৩ নভেম্বর ২০১৬

যশোরে ১০ টাকার চাল  নিয়ে গণশুনানি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরে ফেয়ার প্রাইস কার্ডের তালিকার অনিয়ম দূর করতে ইউনিয়ন পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। এ গণশুনানি থেকে এ পর্যন্ত ৪শ’ ৪৩ জনকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। দশ টাকার চাল বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠায় উপজেলা প্রশাসন ইউনিয়নে গিয়ে এ গণশুনানির আয়োজন করে। এর ফলে ফেয়ার প্রাইস কার্ডের তালিকায় এখন ধনীদের জায়গায় স্থান পাচ্ছেন প্রকৃত দুস্থরা। স্থানীয়রা জানান, বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় কার্ড তৈরির ক্ষেত্রে শুরুতেই অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। চাল বিতরণের সময় দেখা যায়, হতদরিদ্রদের জায়গায় স্থান পেয়েছে বিত্তবানরা। এমনকি ইউপি সদস্য ও তার স্ত্রী-স্বজনরাও। এ নিয়ে ব্যাপক সমালোচনার একপর্যায়ে ইউএনও গণশুনানিতে নামেন। জানা যায়, বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় এ উপজেলায় মোট ২৩ হাজার ৪শ’ ১৯ জনকে রেশন কার্ডের জন্য শনাক্ত করা হয়। শুরুতেই নজরে আসেÑ এর মধ্যে অনেকেই সমাজের বিত্তবান সারির মানুষ। আবার হতদরিদ্র এমনকি ভিক্ষুকেরও তালিকায় ঠাঁই হয়নি।
×