ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাওল হার্ট সেমিনার

প্রকাশিত: ০৪:২৯, ১২ নভেম্বর ২০১৬

সাওল হার্ট সেমিনার

আরও বেশি মানুষ আরও বেশি উপচে পড়া ভিড়ে গত শনিবার বিকেলে ২৬ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকায় অনুষ্ঠিত হয় ৩৬তম সাওল হার্ট সেমিনার। ১৪টি জাতীয় সেমিনারসহ এতদিন হিসাব করা হয়েছিল, যা সংশোধন করে শুধু সাপ্তাহিক সেমিনার হিসেবে উল্লেখ করা হলো। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক স্বাধীনতা, সাম্য ও বিপ্লবের কবি মোহন রায়হান। সেমিনারে উপস্থিত অংশগ্রহণকারীদের ভারতের প্রখ্যাত হৃদরোগ ও জীবনশৈলী বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড়-এমডি’র ‘কীভাবে বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগ থেকে স্থায়ী মুক্তি লাভ সম্ভব, পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ ও অতি ওজন নিয়ন্ত্রণ করা যায়’ সে সম্পর্কে ভিডিও প্রদর্শন করা হয়। পরিচালনা ও অংশগ্রহণকারীদের সকল প্রশ্নের উত্তর দেন সাওল হার্ট সেন্টারের কনসালটেন্ট ডাঃ ফারহান আহমেদ ইমন এমবিবিএস/এমডি, এফসিপিজিএস (কার্ডিওলজি), এফসিপিজিএস (মেডিসিন)। আজ শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ৩৭তম সাপ্তাহিক সাওল হার্ট সেমিনার। সেমিনারে অংশগ্রহণে ইচ্ছুকদের ১৭৭৭৭৮০৮৫১, ০১৭৭৭৭৮০৮৫২, ০১৭৭৭৭৮০৮৫৩ ও ০১৭৪৪২৫১২২২। Ñবিজ্ঞপ্তি
×