ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানব দাঁতে গয়না

প্রকাশিত: ০৫:৫৭, ১০ নভেম্বর ২০১৬

মানব দাঁতে গয়না

দাঁত চোরাকারবারি এতটাই বেড়ে গেছে যে, বেশ কিছু প্রাণীর প্রজাতি বিলুপ্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এমনই একটা সময়ে এসে নেদারল্যান্ডসের একজন তরুণী ডিজাইনার মানুষের দাঁত দিয়ে গয়না তৈরি করছেন। ডিজাইনার লুইস মাজেরাস তার আক্কেল দাঁত তোলার পর প্রথম মনে করেন, তিনি এই দাঁত সংগ্রহে রাখবেন। তিনি দাঁতগুলো সংগ্রহ করে রাখার পর মনে করলেন, এগুলো গয়নার জন্য বেশ ভাল উপকরণ হবে। মাজেরাসের প্রশ্ন, ‘আমরা কেন অন্য প্রজাতির মূল্যবান উপকরণের পরিবর্তে নিজেদের উপকরণের মূল্য দেব না।’ এরপর তিনি তার নিজের আক্কেল দাঁত দিয়ে একটি কানের রিং তৈরি করেন। তবে অন্য গয়না তৈরি করতে তার আরও দাঁতের প্রয়োজন পড়ে। এজন্য তার নিজের অন্য দাঁতগুলো তুলে ফেলা ভাল বিকল্পও ছিল না। মাজেরাস তাই একজন দন্ত চিকিৎসককে তার রোগীদের অকেজো দাঁত সংরক্ষণ করতে অনুরোধ করেন। মাজেরাস মানুষের দাঁতকে মনোরম গয়নায় রূপ দিতে এগুলোকে প্রথমে জীবাণুমুক্ত করেন। এরপর তিনি দাঁতগুলোকে নানা গয়নায় রূপ দিতে স্টোন পোলিশ মেশিন ব্যবহার করেন। তিনি তার তৈরি করা গয়না এ বছরের ডাচ্্ ডিজাইন সপ্তাহের প্রদর্শনীতে ওঠান। তিনি দাবি করেন, মানুষ এসব গয়নার প্রতি বেশ ইতিবাচক সাড়া দিয়েছে। -অডিটি সেন্ট্রাল
×