ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মোবাইল নম্বর নকল করে হুমকির ঘটনা ঘটছে

প্রকাশিত: ০৮:২৫, ৯ নভেম্বর ২০১৬

মোবাইল নম্বর নকল করে হুমকির ঘটনা ঘটছে

স্টাফ রিপোর্টার ॥ বিশেষ ধরনের সফটওয়্যারের মাধ্যমে যে কোন ব্যক্তির মোবাইল নম্বর নকল (ক্লোন) করে মোবাইল ফোনে হুমকি দেয়ার ঘটনা ঘটছে। এই হুমকির সঙ্গে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কোন সম্পর্ক নেই। যে অপরাধী চক্র কাজটি করছে তাদের শনাক্ত করতে বিটিআরসি কাজ করছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মোবাইল ফোনের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের পর মোবাইলভিত্তিক অপরাধ অনেক কমে গেছে। নিবন্ধনের আগে শীর্ষ সন্ত্রাসীদের নাম করে সমাজের গুরুত্বপূর্ণ ও অর্থশালী লোকজনকে ফোন করে বিরাট অংকের টাকা চাইত। এখন সেই অবস্থা নেই। তবে এখন মোবাইলে যে ধরনের হুমকির ঘটনা ঘটছে তা ‘স্পুফিং’ কলের মাধ্যমে হচ্ছে। সফটওয়্যারের মাধ্যমে একজনের ফোন নম্বর নকল করে অপরজনের নম্বরে ফোন দেয়া হচ্ছে। ফোন নম্বর নকল করা ভয়াবহ বিষয়। এ বিষয় নিয়ে বিটিআরসির সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। ফোন নম্বর নকল করা ঠেকাতে ব্যবস্থা নেয়া হবে। কেউ এ ধরনের ফোন পেলে সঙ্গে সঙ্গে ওই নম্বরে ফিরতি কল করবেন। এতে প্রকৃত মালিক কে, তা জানা যাবে। একই সঙ্গে এ ধরনের কল পাওয়ার পর টাকা-পয়সা না পাঠানোর জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানান তারানা হালিম। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, স্পুফিং কল বোঝাতে তাঁর নম্বরটিও কীভাবে নকল হয়ে অন্যের কাছে যেতে পারে, তা প্রদর্শন করেন। এ সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। ‘ফান সফটওয়্যার’ হিসেবে পরিচিত স্পুফিং সফটওয়্যার ব্যবহার করে সম্প্রতি বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বর নকল করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
×