ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজউকের উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৮:৪৮, ৮ নভেম্বর ২০১৬

রাজউকের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ ও বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানকালে অভিযুক্তদের কাছ থেকে জরিমানা আদায়ের পাশাপাশি অবৈধভাবে নির্মিত ভবনের বিভিন্ন অংশ ভেঙ্গে দেয়া গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় প্রায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করে সংস্থা দুটি। সোমবার পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থা দুটির নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সহায়তা করেন আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
×