ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক জুনিয়র টেনিস শুরু

প্রকাশিত: ০৬:৩৯, ৭ নভেম্বর ২০১৬

আন্তর্জাতিক জুনিয়র টেনিস শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায়, ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদনক্রমে ‘ওয়ালটন ৩০তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ’ রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। রবিবার টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আজ থেকে মাঠে গড়াচ্ছে মূলপর্বের খেলা। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ মোট ১২টি দেশের ৫৯ জন বালক ও ৩৭ জন বালিকা মোট ৯৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশসমূহ হলো- বাংলাদেশ, চীন, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, আমেরিকা এবং ভিয়েতনাম। রবিবার প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এফসিএ, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি, ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরশিদ আনোয়ার, টুর্নামেন্ট ডিরেক্টর লুৎফর রহমান ছান্টু প্রমুখ।
×