ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খেলা শুরু মঙ্গলবার থেকে, বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রিজার্ভ ডেতে

নাদা ধাক্কায় আবার নতুন করে শুরু বিপিএল

প্রকাশিত: ০৬:৩০, ৬ নভেম্বর ২০১৬

নাদা ধাক্কায় আবার নতুন করে শুরু বিপিএল

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টির কাছে সবকিছুকেই হার মানতে হয়। হার মানল বিপিএল গবর্নিং কাউন্সিলও। বিপিএল তাই নতুন করেই শুরু করার সিদ্ধান্ত নেয়া হলো। মঙ্গলবার থেকে মাঠে গড়াবে বিপিএল চতুর্থ আসর। তবে মঙ্গলবারের খেলাগুলো থেকে যে সূচী আছে, সেই অনুযায়ীই খেলা হবে। রবিবার পর্যন্ত যে খেলাগুলো ছিল, সেগুলো বিরতির দিনগুলোতে হবে। টুর্নামেন্ট শেষও হবে সূচী অনুযায়ী ৯ ডিসেম্বরই। বিপিএল গবর্নিং কাউন্সিল শনিবার সংবাদ সম্মেলন করে এমনটিই জানিয়েছে। কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ‘আমরা বিপিএল গবর্নিং কাউন্সিলের কর্মকর্তারা দিনেও সভা করেছি। বিকেলেও করলাম। যেখানে বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) ছিলেন। বিসিবি সহসভাপতিও (মাহবুবুল আনাম) ছিলেন। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, মঙ্গলবার থেকে যে খেলাগুলো সূচী অনুযায়ী আছে, সেভাবেই হবে। এর আগে যে ম্যাচগুলো ছিল, তা বিরতির সময়গুলোতে অনুষ্ঠিত হবে।’ শনিবার পর্যন্ত চারটি খেলা ছিল। শুক্রবার উদ্বোধনী দিনের দুটো খেলা বৃষ্টির জন্য হয়নি। পরিত্যক্ত হয়েছে। শনিবারও একই অবস্থা হয়েছে। শুধু উদ্বোধনী দিনের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের ম্যাচটিতেই টস হতে পেরেছে। এখন যদি সেই ম্যাচটিও মাঠে গড়ায়, তাহলে কী ঠিক হবে? ক্রিকেটের নিয়মে কী টস হওয়ার পর আবার পুনরায় খেলা হতে পারে? মল্লিক জানালেন, ‘টুর্নামেন্টতো আসলে এখনও শুরুই হয়নি। কারণ বৃষ্টির জন্য কোন খেলাই হয়নি। তাই ব্রডকাস্টার, দলগুলো সবার সঙ্গে আলোচনা করেছি। বিশেষ করে বিদেশী ক্রিকেটাররা আসছেন। কিন্তু খেলতেই পারছেন না। যে খেলাগুলো ছিল, তার মধ্যে শুধু একটি ম্যাচে টস হয়েছে। আর সেই দুইদল এখনও পুনরায় ম্যাচ খেলবে কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। রাতের মধ্যেই সেই সিদ্ধান্ত হয়ে যাবে। যদি তারা খেলতে চায় তাহলে পুনরায় ম্যাচ দেয়া হবে। না হলে ১ পয়েন্ট করে যে পেয়েছে, সেটিই বজায় থাকবে। বাকিরা সবাই খেলতে রাজি হয়েছে।’ এ বিষয়ে বিসিবি সহসভাপতি মাহবুবুল আনাম জানান, ‘নিয়ম অনুযায়ী কোন ম্যাচে টস হয়ে যাওয়ার পর আবার পুনরায় খেলা গড়ানোর কোন অধিকার আমাদের নেই। কিন্তু এখানে সবার সম্মতিতেই তা করার চেষ্টা করা হচ্ছে।’ বিপিএলের চতুর্থ আসরের দুইদিন হয়ে গেছে। কিন্তু একটি ম্যাচও মাঠে গড়ায়নি। ক্রিকেটাররা খেলবেন কি, খেলছে বৃষ্টি! আর সেই বৃষ্টিতে যখন ম্যাচই হতে পারেনি, আজও বৃষ্টির সম্ভাবনা আছে; তাই মঙ্গলবার থেকে আবার পুরোদমে খেলা চালানোর সিদ্ধান্তই নেয়া হয়েছে। তবে এরপর আর কোন ম্যাচ পুনরায় হওয়ার সম্ভাবনা নেই। তাও জানিয়ে দিয়েছেন মল্লিক। বলেছেন, ‘প্রথমে টানা তিনদিনে ৬টি ম্যাচ হওয়ার কথা। কিন্তু আবহাওয়া অধিদফতর থেকে খোঁজ নিলাম, কালও (আজও) বৃষ্টি থাকতে পারে। সেক্ষেত্রে খেলা না হওয়ার সম্ভাবনাই বেশি। যেহেতু সোমবার বিরতি রয়েছে। তাই মঙ্গলবার থেকেই আবার খেলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর বিরতিতে প্রথম তিনদিনের ৬টি ম্যাচ আয়োজন করা হবে। যদি তাতে সমস্যা হয়, তাহলে একদিনে তিনটি ম্যাচ আয়োজন করে শেষ করানো হবে।’ মঙ্গলবার নতুন করে আবার বিপিএলের চতুর্থ আসর শুরু হলে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর প্রথম ম্যাচ খেলে বিপিএল শুরু করতে পারছে না। মঙ্গলবার দুপুর ২টায় বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে আবার নতুন করে শুরু হবে বিপিএল চতুর্থ আসর। তবে দ্বিতীয় ম্যাচটি সূচী অনুযায়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আছে। প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। টুর্নামেন্টে ১০ নবেম্বর একদিন বিরতি রয়েছে। এরপর ১৪, ১৫ ও ১৬ নবেম্বর বিরতি আছে। ২৩ ও ২৪ নবেম্বরও বিরতি আছে। এই দিনগুলোতে প্রথম তিনদিনে যে খেলাগুলো হয়নি, তা পুনরায় হবে। ফিকশ্চার তৈরি করা হচ্ছে। কোন দিন বৃষ্টিতে না হওয়া ম্যাচগুলো হবে, সেটি যথাসময়ে জানিয়েও দেয়া হবে। সেই হিসেবে বৃষ্টির জন্য বিপিএল পিছিয়েই গেল। মঙ্গলবার থেকে আবার মাঠে গড়াবে বিপিএল।
×