ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

রাজধানীতে পিতা-পুত্র নিহত, অন্যত্র ১০

প্রকাশিত: ০৮:২২, ৫ নভেম্বর ২০১৬

রাজধানীতে পিতা-পুত্র নিহত, অন্যত্র ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও আহত হয়েছে অন্তত ২১ জন। রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় পিতা ও পুত্র, আশুলিয়ায় বাস ও অটোরিক্সার সংঘর্ষে একজন, খুলনায় ট্রাকের ধাক্কায় নারী ও শিশুসহ তিনজন, রূপগঞ্জে বাসচাপায় নারীসহ দুজন, পটিয়ায় এক পুলিশ কনস্টেবল এবং নড়াইল, ঝালকাঠি ও শরীয়তপুরে মোট তিন মোটরবাইকচালক নিহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। বৃহস্পতি ও শুক্রবারের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় ট্রাকের ধাক্কায় পিতা ও পুত্র নিহত হয়েছে। নিহতরা হলোÑ আসাদুজ্জামান (৩৫) ও তার ছেলে রূপক (৫)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি গেটসংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পিতা ও পুত্র রিক্সায় করে যাওয়ার সময় একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এর আরোহী দু’জনের মৃত্যু হলেও বেঁচে যান রিক্সাচালক। ট্রাকচালককে আটক করে ট্রাকটি থানায় নেয়া হয়েছে। আশুলিয়ার কুটুরিয়া এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টায় বিশমাইল-জামগড়া আঞ্চলিক সড়কে বাস ও অটোরিক্সার সংঘর্ষে কফিল উদ্দিন নামে এক অটোরিক্সাচালক নিহত হয়। এ ঘটনায় ওই অটোরিক্সার দুই নারীসহ চার যাত্রী আহত হয়। খুলনা ॥ ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হলোÑ উপজেলার খর্নিয়ার বাবুল গাজীর স্ত্রী সাথী বেগম (২৮), ছেলে টুটুল (৫) ও অজ্ঞাত পুরুষ (৩৫)। এ ঘটনায় সাতজন আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসচাপায় নারীসহ দুজন নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোÑ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার পশ্চিমধলা এলাকার আবুল হোসেনের ছেলে লিটন মিয়া (৪৫) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার কাঞ্চনবাড়িয়া এলাকার ইছা মিয়ার স্ত্রী মর্জিনা আক্তার (৩০)। গুরুতর আহত ইছা মিয়াকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে লিটন মিয়া অটোরিক্সাচালক এবং মর্জিনা আক্তার ও তার স্বামী ইছা মিয়া স্থানীয় এসিএস টেক্সটাইলের শ্রমিক। পটিয়া ॥ চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় নগরীর খুলশী থানার এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম রেজাউল করিম (৩০)। তিনি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরের ছোট ভাই। তার পিতার নাম মনির আহমদ। শুক্রবার সকাল ১০টায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের কনস্টেবল রুবেল দাশ (৩৫)। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নড়াইল ॥ নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার দুপুরে নড়াইল-মাগুরা সড়কে সদর উপজেলার হবখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হবখালী ইউনিয়নের সুবুদ্ধিডাঙ্গা এলাকায় রাস্তার পাশের গাছ কাটার ফলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সেখানে একটি যাত্রীবোঝাই ইজিবাইক ও একটি মোটরসাইকেল অবস্থান করছিল। এ সময় নড়াইলগামী যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা ইজিবাইক ও মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও ইজিবাইকের তিন যাত্রী গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলের চালক জুলফিকার মারা যায়। দুর্ঘটনাকবলিত বাস এবং গাড়ির চালক ছামাদ আলীকে আটক করা হয়েছে। ঝালকাঠি ॥ বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ নামক স্থানে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলচালক জনি দাশ (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহত হয়েছে মোটরসাইকেল দুই আরোহী। শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। পুলিশ বাসটিকে আটক করেছে। নিহত জনি দাশ বরিশালের রুপাতলী এলাকার বাসিন্দা। শরীয়তপুর ॥ বৃহস্পতিবার রাতে জেলার ভেদরগঞ্জ উপজেলার সখীপুরের হকপুর এলাকায় রিক্সার ধাক্কায় সিদ্দিক আলী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত সিদ্দিক আলী সখীপুর থানার কিরণনগর গ্রামের সাদেক আলী মালের পুত্র।
×