ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদালতের নির্দেশ উপেক্ষা করে সৈকতে ফের অবৈধ স্থাপনা

প্রকাশিত: ০৬:৩৩, ৫ নভেম্বর ২০১৬

আদালতের নির্দেশ উপেক্ষা করে সৈকতে ফের অবৈধ স্থাপনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৪ নবেম্বর ॥ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুয়াকাটা সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর ফার্মস এ্যান্ড ফার্মস খ্যাত নারিকেল বাগান এলাকায় ৩০ অক্টোবর অন্তত ১৮টি স্থাপনা তোলা হয়েছে। সৈকতের পিকনিক স্পট দেখার দায়িত্বে নিয়োজিত কুদ্দুস এসব স্থাপনা তোলার কাজ করছেন। তিনি আবার স্থানীয় প্রশাসনের দোহাই দিচ্ছেন। স্থাপনা প্রতি কুড়ি থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এঘর তোলার জন্য আবার স্থানীয় সরকারী দলের চার হোতাকে চারটি স্থাপনা দেয়া হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। কুদ্দুসও ফ্রি-স্টাইলে স্বীকার করেছেন কারা কারা এসব স্থাপনার মালিক। কুদ্দুসের ভাষ্যমতে, এই দখলে সাংবাদিকরাও জড়িত রয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ওখানে কুদ্দুস যা করছে, তাই ঠিক আছে। ইতোপূর্বে বিভিন্ন সময় আরও শতাধিক ছোট-বড় স্থাপনা তোলা হয়েছে সৈকত এরিয়ায়। হঠাৎ ফের কুয়াকাটা সৈকত দখল করে স্থাপনা তোলার ব্যাপারে প্রশ্ন করা হলে মহিপুরের তহশীলদার সেলিম বলেন, ‘এ ব্যাপারে ব্যবস্থা নিতে কলাপাড়া এসিল্যান্ড, ইউএনও এবং পটুয়াখালীর ডিসিকে জানিয়েছি।’ কলাপাড়ার ইউএনও এবিএম সাদিকুর রহমান জানান, এসব স্থাপনা যারা তুলেছে তাদের স্বেচ্ছায় সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে। নইলে শনিবারের মধ্যে সব উচ্ছেদ করা হবে।
×