ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রণদা প্রসাদ সাহার জন্মজয়ন্তী উপলক্ষে শিশু কিশোরদের প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:৩১, ৫ নভেম্বর ২০১৬

রণদা প্রসাদ সাহার  জন্মজয়ন্তী উপলক্ষে  শিশু কিশোরদের  প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৪ নবেম্বর ॥ দানবীর রণদা প্রসাদ সাহার ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও নৃত্যের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে। জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে শুক্রবার মির্জাপুর গ্রামে রণদা নাট মন্দিরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যাপক শিবপদ ঘোষের সভাপতিত্বে বক্তৃতা করেন কুমুদিনী হাসপাতালের সিনিয়র সার্জন ডাঃ প্রদীপ কুমার রায়, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলম, ডাঃ বিপ্লব কুমার সাহা, কবি আসাদুজ্জামান বাবুলসহ প্রমুখ। আগামী ১০ নবেম্বর দানবীর রণদা প্রসাদ সাহার ১২০তম জন্মজয়ন্তী। জন্মজয়ন্তী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
×