ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া ‘মার্শাল ল’ চেয়েছিলেন ॥ নাসিম

প্রকাশিত: ০৬:০৭, ৫ নভেম্বর ২০১৬

খালেদা জিয়া ‘মার্শাল ল’ চেয়েছিলেন ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নির্বাচনে না গিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে ‘মার্শাল ল’ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। তিনি বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন না হলে আমরা দেশে থাকতে পারতাম না। নির্বাচন দিয়ে দেশকে ঝুঁকিমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে মোহাম্মদ নাসিমের সম্মানে কক্সবাজার পাবলিক লাইব্রেরী ময়দানে আয়োজিত জেলা আওয়ামী লীগের গণসংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। সভায় মন্ত্রী নাসিম আরও বলেন, বিএনপি দেশের কল্যাণ চায় না। এজন্য শেখ হাসিনার ডাকে সাড়া দেননি খালেদা জিয়া। বরং নির্বাচনে অংশগ্রহণ না করে উল্টো অবস্থান নিয়েছিলেন খালেদা। তিনি সারাদেশে ডাক দিলেন হরতাল-অবরোধ। পুড়িয়ে মারলেন হাজার হাজার মানুষ। এ কারণে মানুষ বিএনপি-জামায়াত জোটকে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ শান্তিতে আছে। ২০১৯ সালে যথাসময়ে আবার নির্বাচন হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আশেক উল্লাহ রফিক এমপি, সালাহউদ্দিন আহমদ সিআইপি, এ্যাডভোকেট রণজিত দাশ, কক্সবাজার পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ প্রমুখ।
×