ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন নির্বাচন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশী রশিদ মালিক

প্রকাশিত: ০৮:০১, ৪ নভেম্বর ২০১৬

মার্কিন নির্বাচন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশী রশিদ মালিক

বিডিনিউজ ॥ জামালপুর জেলা সদরে জন্মগ্রহণকারী রশিদ মালিক শৈশব ও যৌবন কাটান রাজধানী ঢাকার এ্যালিফ্যান্ট রোডে। যুক্তরাষ্ট্রে আসেন ১৯৭৯ সালে। বাবা আবদুল ওয়াদুদ মালিক ছিলেন আইনজীবী। আর মা মমতাজ মালিক রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছেন। সেই রশিদ মালিক লড়ছেন মার্কিন কংগ্রেসে। নমিনেশন পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টি থেকে। ৮ নবেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশী অধ্যুষিত আটলান্টা সংলগ্ন কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৭ এর ব্যালটে তার নাম থাকবে। জয়ী হতে পারলে মার্কিন কংগ্রেসে তিনি হবেন প্রথম বাংলাদেশী-আমেরিকান। আর বাংলাদেশী বংশোদ্ভুত হিসেবে হবেন দ্বিতীয়। প্রথমজন ছিলেন মিশিগানের কংগ্রেসম্যান হেনসেন ক্লার্ক। বিয়ানীবাজারের সন্তান মোজাফ্ফর আলী হাসিমের পুত্র হেনসেন ক্লার্কের জন্ম যুক্তরাষ্ট্রে। ২০১১-২০১৩ সাল পর্যন্ত এক টার্ম দায়িত্ব পালন করেছেন মিশিগানের কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৩ থেকে ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসম্যান হিসেবে। গত ১ নবেম্বর নিউইয়র্কে রশিদ মালিকের নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসের নান্দুস পার্টি হলে। বিশিষ্টজনরা এতে অংশ নিয়ে রশিদ মালিককে জয়ী করতে সংশ্লিষ্ট এলাকার বাংলাদেশী-আমেরিকানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। ডেমোক্র্যাটিক পার্টির সংগঠক ও ইউএস সুপ্রীমকোর্টের এ্যাটর্র্নি মঈন চৌধুরী বলেন, ‘প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনকে ভোটদানের সময় অবশ্যই বাংলাদেশীদের পরীক্ষিত বন্ধু কংগ্রেসম্যানদেরও ভোট দিতে হবে। আর আটলান্টার সপ্তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে আমাদের সমর্থিত ড. রশিদ মালিককেও বিজয়ী করতে প্রবাসীদের একযোগে কাজ করতে হবে। কংগ্রেসে নিজেদের একজন থাকলে অনেক সুবিধা আদায় করা সম্ভব, যা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কল্যাণেও আসবে।’
×